
কাউখালী, ২২ ফেব্রুয়ারি, এবিনিউজ : স্কাউটের জনক রবার্ট স্টিফেনশন স্মিথ লর্ড ব্যাডেন পাওয়েল অব গিলওয়েল (সংক্ষেপে বিপি) এর ১৬১ তম জন্মবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ স্কাউটস্ পিরোজপুরের কাউখালী উপজেলা শাখার আয়োজনে বিপি দিবস পালন করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে কাউখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এস এম আহসান কবীর।
উপজেলা স্কাউটস্ এর সভাপতি উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান এর সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা স্কাউটস্ কমিশনার সুব্রত রায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুস সালাম, উপজেলা স্কাউটস্ সম্পাদক বাবর তালুকদার, উপজেলা কাব লীডার নজরুজ্জামান সিকদার, উপজেলা স্কাউট লীডার কাজী শাহাদাৎ হোসেন, উপজেলা স্কাউটস্ এর সদস্য জ্যোতির্ম্ময় চক্রবর্তী রতন ও হারুনুর রশীদ প্রমূখ। এর আগে শতাধিক কাব, স্কাউট ও গার্লস গাইড সদস্য এবং স্কাউট শিক্ষকদের সমন্বয়ে একটি বর্ণাঢ্য রেলি কাউখালী বন্দরের বিভিন্ন সড়ক পরিদর্শন করে। শেষে কাব ও স্কাউট শিক্ষার্থীদের মধ্যে লিখিত কুইজ প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ করা হয়।
এবিএন/সৈয়দ বশির আহম্মেদ/জসিম/রাজ্জাক