![উপবন এক্সপ্রেস লাইনচ্যুত : সিলেটের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/02/23/train_127197.jpg)
মৌলভীবাজার, ২৩ ফেব্রুয়ারি, এবিনিউজ : অর্থ প্রতিমন্ত্রীসহ সহস্রাধিক যাত্রী নিয়ে ঢাকাগামী ‘উপবন এক্সপ্রেস’ মৌলভীবাজারের শ্রীমঙ্গলে লাইনচ্যুত হওয়ায় মধ্যরাত থেকে সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।
বৃহস্পতিবার রাত ১টার দিকে শ্রীমঙ্গলের সাঁতগাও স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।
রেলওয়ের সিলেট বিভাগের সহকারী প্রকৌশলী মুজিবুর রহমান বলেন, রাতে সাঁতগাও স্টেশন অতিক্রমের পর ট্রেনের পুলিং রড ভেঙে লাইনের পয়েন্ট অ্যান্ড ক্রসিংয়ের কয়েকটি ব্লকের মধ্যে পড়ে যায়। এতে ব্লক ভেঙে ট্রেনের ১১টি বগি লাইনচ্যুত হয়। শুক্রবার সকাল ৬টায় কুলাউড়া ও আখাউড়া থেকে আসা দুটি রিলিফ ট্রেন উদ্ধার কাজ শুরু করেছে। টেনটি উদ্ধার করে যোগাযোগ স্বাভাবিক করতে বেশ সময় লাগবে।
তিনি আরও বলেন, এই ট্রেনে সিলেট থেকে ঢাকা যাচ্ছিলেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নানসহ সহস্রাধিক যাত্রী। তবে তিনিসহ কোনো যাত্রী আহত হয়নি।
শ্রীমঙ্গল উপজেলা নিবার্হী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. আশেকুল হক বলেন, দুর্ঘটনার পরপর শ্রীমঙ্গল থানার পুলিশ অর্থ প্রতিমন্ত্রীকে একটি প্রাইভেটকারে ঢাকার পৌঁছে দেন।
এবিএন/সাদিক/জসিম/এসএ