![ফেনীতে দাঁড়ানো পিকআপে কভার্ডভ্যানের ধাক্কা : নিহত ২](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/02/23/road-accident@abnews24_127199.jpg)
ফেনী, ২৩ ফেব্রুয়ারি, এবিনিউজ : ফেনী সদরে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা পিকআপে কভার্ডভ্যানের ধাক্কায় ২ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও একজন।
আজ শুক্রবার ভোরে সদর উপজেলার ছনুয়ায় এ দুর্ঘটনা ঘটে।
হতাহতদের নাম জানাতে পারেনি পুলিশ। আহত ব্যক্তিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুহুরীগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মো. মাহবুবুল আলম বলেন, ছনুয়ায় এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে দাঁড়ানো ছিল একটি পিকআপ। শুক্রবার ভোর ৪টার দিকে চট্টগ্রামগামী একটি কভার্ডভ্যানের ধাক্কায় পিকআপটি উল্টে যায়। এতে কভার্ডভ্যানে চালক ও সহকারীসহ ৩ জন আহত হন। পরে পুলিশ আহতদের উদ্ধার করে ফেনী জেলা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক ২ জনকে মৃত ঘোষণা করে। আহত অন্য ব্যক্তিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
নিহত ২ জনের লাশ ফেনী জেলা সদর হাসপাতাল মর্গে রয়েছে।
এবিএন/সাদিক/জসিম/এসএ