শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • ঈদগাঁও পুলিশের এএসআই এর বিরুদ্ধে ব্যবসায়ীকে মারধরের অভিযোগ

ঈদগাঁও পুলিশের এএসআই এর বিরুদ্ধে ব্যবসায়ীকে মারধরের অভিযোগ

ঈদগাঁও পুলিশের এএসআই এর বিরুদ্ধে ব্যবসায়ীকে মারধরের অভিযোগ

ঈদগাঁও (কক্সবাজার ) , ২৩ ফেব্রুয়ারি, এবিনিউজ : পাওনা টাকা পরিশোধে সময় চাওয়ায় ব্যবসায়ী যুবককে মারধরের গুরুতর অভিযোগ উঠেছে এক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে । এ সংবাদে পুলিশের ভুমিকায় জনমনে প্রশ্নের সৃষ্টি হয়েছে। বুধবার বিকালে ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রে এ ঘটনা ঘটে।

প্রাপ্ত তথ্যে জানা যায়, ঈদগাঁওস্থ জালালাবাদ ইউনিয়নের পালাকাটার আবদুল আজিজের ছেলে সোলায়মান এলাকার শুক্কুরের দোকান নামক গ্রাম্য বাজারে দীর্ঘ দিন ধরে মুরগির দোকান করে আসছিল । ঐ সুবাদে ছালাম নামক এক পোল্ট্রি ব্যবসায়ীর কাছ থেকে নিয়মিত মুরগি আনত। ব্যবসায়ীক লেনদেনের সুত্র ধরে তাদের মধ্যে দূরত্ব সৃষ্টি হয়।

তবে সোলায়মানের কাছ থেকে কিছু টাকা পাওনা থাকে ছালাম। উক্ত পাওনা উদ্ধারে ছালাম সোলায়মানকে অভিযুক্ত করে ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রে অভিযোগ দায়ের করে। অভিযোগের দায়ীত্ব পাওয়া এএসআই আহসান মোর্শেদের জারি করা নোটিশের ভিত্তিতে বিবাদী সোলায়মান বুধবার তদন্ত কেন্দ্রে যাই। দুই পক্ষের উপস্থিতিতে সোলায়মান কর্মকর্তার সামনে টাকা পাওনার সত্যতা স্বীকার করেন। তবে পরিশোধের জন্য একমাস সময় চাইলে ক্ষীপ্ত হয়ে এএসআই আহসান মোর্শেদ তাকে লোকজনের সামনে মারধর করে একদিনের মধ্যে টাকা পরিশোধ করতে বলে বের করে দেয়।

এ ঘটনা ভুক্তভোগি স্বজন ও ব্যবসায়ীদের জানালে ঐ পুলিশ কর্মকর্তার ভুমিকায় চরম ক্ষোভ প্রকাশ করে। পরে এ সংবাদ ঐ পুলিশ কর্মকর্তার কানে পৌছলে এক প্রভাবশালীর মাধ্যমে ধামাচাপা দেয়ার চেষ্টা করে বলে জানা গেছে। অভিযুক্ত পুলিশ কর্মকর্তার সাথে মোবাইলে যোগাযোগ করা হলে মারধরের অভিযোগ অস্বীকার করে বলেন, সময় বেশি চাওয়ায় তাকে ধমক দেয়া হয়েছে।কিন্তু মারধরের অভিযোগ কেন তুলছে তা বোধগম্য নয়।

উল্লেখ্য , সচেতন মহলের অভিযোগ , উক্ত কর্মকর্তাসহ আরো কয়েকজন একই কর্মস্থলে বছরেরও বেশি সময় ধরে থাকায় কতিপয় দালাল চক্রের যোগসাজশে দিন দিন আরো বেপরোয়া হয়ে উঠছে। তাই তারা তদন্ত পূর্বক ব্যবস্থা নিতে উর্ধ্বতন কতৃপক্ষের হস্থক্ষেপ কামনা করেন

এবিএন/আনোয়ার হোছাইন/জসিম/নির্ঝর

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত