ঝালকাঠি, ২৩ ফেব্রুয়ারি, এবিনিউজ : ঝালকাঠিতে বালুবাহী ট্রলি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে হেল্পার মোঃ নাঈম (২৫) নামের এক যুবক নিহত হয়েছে। ট্রলি চালক মোঃ বাপ্পি (৩৫) ও অপর হেল্পার রাব্বী (১৭) গুরুতর আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেল ৫টায় সদর উপজেলার কৃষ্ণকাঠি-মানপাশা সড়কের বটতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
হাসপাতাল সূত্রে জানাগেছে, বালুবাহি ট্রলি কৃষ্ণকাঠি টেম্পু স্ট্যান্ডের দিক থেকে মানপাশার দিকে যাচ্ছিল। পথিমধ্যে বটতলা নামক স্থানে পৌছলে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রলিটি দুর্ঘটনায় পতিত হয়। ঘটনাস্থলেই ট্রলির হেল্পার আগড়বাড়ি এলাকার আজিজ হাওলাদারের পুত্র মোঃ নাঈম নিহত হয়। ট্রলি চালক আগড়বাড়ি এলাকার সোহ্রাব হাওলাদারের ছেলে মোঃ বাপ্পি ও হেল্পার রাব্বী গুরুতর আহত হয়। আহতরা ঝালকাঠি সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। সদর থানা পুলিশ ঘটনাস্থল ও সদর হাসপাতাল পরিদর্শন করেছে।
এবিএন/আজমীর হোসেন তালুকদার/জসিম/নির্ঝর