![ফরিদপুরে বোর ধানের ক্ষেতে পার্চিং উৎসব অনুষ্ঠিত](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/02/23/faridpur-paddy-p_127213.jpg)
ফরিদপুর, ২৩ ফেব্রুয়ারি, এবিনিউজ : নিরাপদ স্বস্থ্য সম্মত ও বিষ মুক্ত খাদ্য উৎপাদনের লক্ষে ফরিদপুরে বোর ধান ক্ষেতে পাচিং উৎসব করেছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ফরিদপুর। সদর উপজেলার গধাধর ডাঙ্গীতে পার্চিং উৎসবের উদ্বোধন করেন ফরিদপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচাল কৃষিবিদ কার্তিক চন্দ্র চক্রবর্তী। এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. আবুল বাসার মিয়া, সদর উপজেলা কৃসি সম্প্রসারণ অফিসার মো. আনোয়ার হোসেন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা শিলা রাণী সাহা, মো. সিদ্দিকুর রহমান, মো. আলী আহমেদ, মো. শাজাহান, আইনউদ্দিন খান ও স্থানীয় প্রায় শতাধিক কৃষক ও কৃষানী উপস্থিত ছিলেন।
ফরিদপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচাল কৃষিবিদ কার্তিক চন্দ্র চক্রবর্তী জানান, জেলার ৯টি উপজেলায় একযোগে পার্চিং উৎসব অনুষ্ঠিত হয়েছে। পুরো বোর মৌসুম জুড়ে এ অভিযান চলবে। তিনি আরও বলেন, ধান ক্ষেতে ক্ষতিকারক পোকার আক্রমন থেকে রক্ষা পেতে এবং উৎপাদন বৃদ্ধিতে এই পদ্ধতি ব্যবহার করা হয়। কৃষি জমিতে জৈবিক বালাই ব্যবস্থাপনার কার্যক্রমের অংশ হিসেবে ধান ক্ষেতে ডাল পুতে মাজরা পোকাসহ বিভিন্ন ক্ষতিকারক সব ধরনের পোকা দমন করা যায়। চলতি মৌসুমে ফরিদপুর জেলায় প্রায় ২৫হাজার হেক্টোর জমিতে বোর ধানের আবাদ হয়েছে।
এবিএন/কে. এম. রুবেল/জসিম/নির্ঝর