শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • ঈদগাঁওতে মোটর সাইকেলসহ ৭ লক্ষাধিক টাকার মালামাল লুট

ঈদগাঁওতে মোটর সাইকেলসহ ৭ লক্ষাধিক টাকার মালামাল লুট

ঈদগাঁওতে মোটর সাইকেলসহ ৭ লক্ষাধিক টাকার মালামাল লুট

ঈদগাঁও (কক্সবাজার), ২৩ ফেব্রুয়ারি, এবিনিউজ : কক্সবাজার সদরের ঈদগাঁওতে নগদ টাকা ও গাড়িসহ ৭ লক্ষাধিক টাকার মালামাল লুট হয়েছে। গতকাল বৃহসাপতিবার রাতে ঈদগাঁওস্থ পোকখালী ইউনিয়নের পশ্চিম পোকখালী মালমুরা পাড়া বাজারে এ ঘটনা ঘটে।

স্থানীয় রাশেদুল হক জানান, আজ শুক্রবার সকালে প্রতিদিনের মত দোকান খুলতে এসে চোখে পড়ে বাজারের ব্যবসায়ী হাফেজ আক্তারের দোকানের তালা ভাঙা। রাতে বাক্সে তার রেখে যাওয়া প্রায় ১ লক্ষ ৮০ হাজারের মত বিকাশ ব্যবসার নগদ টাকা, ২টি লেপটপ, ২টি মোবাইলসহ মুল্যবান মালমাল নেই। পাশের অপর দোকানদার মোজাম্মেলের দোকানেও একই অবস্থা।

রাতে তার রেখে যাওয়া (পালসার ব্যান্ড) মোটর সাইকেল ও নগদ টাকাসহ প্রায় দুই লক্ষাধিক টাকার মালামাল নিয়ে যায়। ছোটন নামের অপর মুদির দোকান থেকেও তালা ভেঙে প্রায় ১লক্ষ ২০ হাজার টাকা মূল্যর মালামাল নিয়ে যায়। এ দুর্ধর্ষ লুটের সংবাদ পেয়ে চেয়ারমেন রফিকুল ইসলাম, স্থানীয় ইউপি সদস্য ও ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই দেবাশীষ সরকার ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

স্থানীয় ব্যবসায়ীরা জানান, এতো বড় লুটের ঘটনা চুরি হতে পারেনা। পরিকল্পিত ডাকাতি হতে পারে। কারণ ২/১ জন চোর এতো বড় চুরি ও মোটর সাইকেল এবং কয়েকটি লেপটপ কিভাবে নেবে? এদিকে সম্প্রতি বৃহত্তর ঈদগাঁও'র আইন শৃংখলার চরম অবনতি ঘটছে। এ নিয়ে সাধারণ জনগণ দিনদিন আতংকিত হয়ে পড়ছে। পোকখালী ইউনিয়ন চেয়ারম্যান রফিকুল ইসলাম ও মেম্বার লুতু ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এবিএন/আনোয়ার হোছাইন/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত