
লালমনিরহাট, ২৩ ফেব্রুয়ারি, এবিনিউজ : লালমনিরহাটে ৪০ বছরের উপরে যাদের বয়স তাদের নিয়ে ১৫ তম প্রবীণ মেলা ও পূর্ণমিলনী অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার রাতে জেলার হাতীবান্ধা উপজেলার চর ধুবনী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এ মেলা ও পূর্ণমিলনী অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোতাহার হোসেন এম পি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক অধ্যক্ষ সরওয়ার হায়াত খান, হাতীবান্ধার সাবেক উপজেলা চেয়ারম্যান বদিউজ্জামান ভেলু, জাতীয় পার্টির কেন্দ্রীয় সদস্য এম জি মোস্তফা, হাতীবান্ধা এস এস স্কুল এন্ড কলেজের সাবেক অধ্যক্ষ নুরুজ্জামান।
আরও উপস্থিত ছিলেন- হাতীবান্ধা মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোতাহার হোসেন লাভলু, হাতীবান্ধা উপজেলা বিএনপির সদস্য সচিব আফজাল হোসেন মিয়া, জেলা পরিষদ সদস্য আব্দুস ছামাদ, হাসান মেহেদী অপন।
মেলায় ৩ শতাধিক প্রবীণ ব্যক্তি অংশগ্রহণ করেন। মেলায় বিভিন্ন রকমের খেলা অনুষ্ঠিত হয়। পরে প্রধান অতিথি বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
এবিএন/আসাদুজ্জামান সাজু/জসিম/এমসি