শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo

নাটোরে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

নাটোরে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

নাটোর, ২৩ ফেব্রুয়ারি, এবিনিউজ : নাটোরের গুরুদাসপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

আজ শুক্রবার বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার নাটোর-বনপাড়া হাটিকুমরুল মহাসড়কের কাছিকাটা ১০ নম্বর ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন বায়েজিদ হোসেন (১৬), হাকিম শেখ (১৩) ও রাকিবুল ইসলাম (১৭)।

গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলীপ কুমার দাশ বলেন, ময়মনসিংহ থেকে যশোরগামী কাজী পরিবহনের একটি বাস কাছিকাটা ১০ নম্বর ব্রিজের কাছে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলে থাকা ৩ জনের মৃত্যু হয়।

তাদের লাশ ও বাসটি নাটোর-বনপাড়া হাটিকুমরুল মহাসড়ক থানায় রয়েছে।

এবিএন/সাদিক/জসিম/এসএ

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত