শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo

লক্ষ্মীপুরে প্রস্তুতিকালে ৮ ডাকাত গ্রেপ্তার

লক্ষ্মীপুরে প্রস্তুতিকালে ৮ ডাকাত গ্রেপ্তার

লক্ষ্মীপুর, ২৩ ফেব্রুয়ারি, এবিনিউজ : লক্ষ্মীপুর সদরে ‘ডাকাতির প্রস্তুতিকালে’ অস্ত্রসহ বিভিন্ন মামলার আট আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শুক্রবার ভোরে চন্দ্রগঞ্জ থানার চরশাহী ইউনিয়নের পূর্ব সৈয়দপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে চন্দ্রগঞ্জ থানার ওসি মো. মোক্তার হোসেন জানান। এরা হলেন- মো. সুমন (২৭), রুবেল হোসেন (২৪), আনোয়ার হোসেন প্রকাশ মাসুম (৩৫), মো. রিপন (২৫), মো. সায়েদ (২৫), মোস্তফা প্রকাশ রিপন (২২), শাওন চৌধুরী হৃদয় (২২) ও মো. সবুজ (২৫)। তাদের বাড়ি নোয়াখালী জেলার বিভিন্ন এলাকায়।

ওসি মোক্তার বলেন, একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছে খবর পেয়ে টহল পুলিশের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে ডাকাতদের বহনকারী একটি পিকআপ ভ্যান ঘিরে ফেলে। “পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পালানোর চেষ্টা করলে পুলিশ ধাওয়া দিয়ে আটজনকে গ্রেপ্তার করে। জব্দ করা হয় পিকআপটি।”

পরে ওই পিকআপে তল্লাশি চালানো হলে দেশিয় অস্ত্র পাওয়া যায় বলে এ পুলিশ কর্মকর্তা জানান। তিনি বলেন, আটকরা আন্তঃজেলা ডাকাত দলের সদস্য এবং তাদের বিরুদ্ধে নোয়াখালী ও লক্ষ্মীপুরের বিভিন্ন থানায় ডাকাতিসহ অন্তত দশটি মামলা রয়েছে।

এবিএন/অ.আ আবীর আকাশ/জসিম/তোহা

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত