![দুর্গাপুরে অগ্রণী ব্যাংক গ্রাহকদের সাথে মতবিনিময় সভা](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/02/23/abnews-24.bbbb_127247.jpg)
দুর্গাপুর (নেত্রকোনা), ২৩ ফেব্রুয়ারি, এবিনিউজ : নেত্রকোনার দুর্গাপুরে অগ্রণী ব্যাংক লিমিটেড শাখায় গ্রাহকদের নতুন ঋন বিতরণ এবং খেলাপী ঋণ আদায়ের লক্ষে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় ব্যাংক মিলনায়তনে গ্রাহকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শাখা ব্যবস্থাপক সাজ্জাদ হোসেন খানের সভাপতিত্বে প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন অগ্রণী ব্যাংক ময়মনসিংহ অঞ্চলের মহাব্যবস্থাপক মো. খোরশেদ আলম। বিশেষ অতিথি ছিলেন সহকারী মহা-ব্যাবস্থাপক মো. নুরুল ইসলাম, পৌর মেয়র আলহাজ্ব মাওলানা আব্দুস সালাম।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী সাবেক মেয়র শ.ম জয়নাল আবেদীন, মি. রনজিৎ সেন, আব্দুল জলিল তালুকদার, নুর আহম্মদ তালুকদার প্রমুখ। এছাড়া ও ব্যাংকের কর্মকর্তা কর্মচারীদের উপস্থিতিতে গ্রাহকদের পরামর্শে শাখার আমানত ও মুনাফা বৃদ্দিকল্পে কর্ম বিভিন্ন পরিকল্পনা প্রনয়ন ও দিক নির্দেশনা নিয়ে আলোচনা করা হয়।
এবিএন/তোবারক হোসেন খোকন/জসিম/তোহা