
কুষ্টিয়া, ২৩ ফেব্রুয়ারি, এবিনিউজ : সরকারের ভিত কারো কথায় নড়ে না, আবার শক্তিশালীও হয় না বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
তথ্যমন্ত্রী বলেন, ‘বর্তমান সরকার কাউকে নির্বাচনের বাইরে রাখতে চায় না, আবার তোষামোদ করে নির্বাচনে আনতেও চায় না। আর আদালত কোন অপরাধীকে সাজা দিলে তাকে নির্বাচনের বাইরে রাখা সরকারের দায়িত্ব না। কারণ নির্বাচন ও আদালতের দরজা সবার জন্য খোলা।’
আজ শুক্রবার জুম্মার নামাজের আগে কুষ্টিয়া সার্কিট হাউজে জাসদ’র নেতা-কর্মীদের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তথ্যমন্ত্রী।