![পঞ্চগড়ে সুপ্রিয় জুট ইন্ডাস্ট্রিজের শুভ উদ্বোধন](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/02/23/panchogoar_abnews24_127268.jpg)
পঞ্চগড়, ২৩ ফেব্রুয়ারি, এবিনিউজ : কর্মসংস্থান সৃষ্টি, বৈদেশিক মুদ্রা অর্জন ও স্থানীয় অর্থনীতিতে অবদান রাখার লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে যাত্রা শুরু হল সুপ্রিয় জুট ইন্ডাষ্ট্রিজের। আজ শুক্রবার পঞ্চগড় জেলার বোদা উপজেলার বেংহারী বনগ্রাম ইউনিয়নের ধকরাহাট এলাকায় প্রতিষ্ঠিত সুপ্রিয় জুট ইন্ডাষ্ট্রিজের শুভ উদ্বোধন করা হয়। পঞ্চগড়-২ আসনের সাংসদ মো. নুরুল ইসলাম সুজন এমপি প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেন।
সুপ্রিয় জুট ইন্ডাষ্ট্রিজের স্বত্ত্বাধিকারী পঞ্চগড় চেম্বারের সাবেক সভাপতি মো. আশরাফুল আলম পাটোয়ারীর সভাপতিত্বে অনুষ্ঠানে পঞ্চগড়-১ আসনের সাংসদ নাজমুল হক প্রধান এমপি, পঞ্চগড় সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত স¤্রাট, পঞ্চগড় পৌরসভার মেয়র মো. তৌহিদুল ইসলাম, পঞ্চগড় চেম্বারের সভাপতি মো. আব্দুল হান্নান শেখ বক্তব্য রাখেন।
সুপ্রিয় জুট ইন্ডাষ্ট্রিজ সূত্রে জানা গেছে, প্রাথমিকভাবে পাট থেকে দৈনিক ২০ টন সুতা, বস্তা ও চট উৎপাদনের লক্ষ্যমাত্রা নিয়ে এ জুট ইন্ডাষ্ট্রিজটি স্থাপন করা হয়েছে। এই মিলে সহ¯্রাধিক শ্রমিক কর্মচারির কর্মসংস্থানের সুযোগ হবে। সুতা, বস্তা ও চট উৎপাদনের জন্য প্রতি বছর এ ইন্ডাষ্ট্রিজে ১ লাখ ৫০ হাজার মণ পাট ক্রয় করা হবে। সুপ্রিয় জুট ইন্ডাষ্ট্রিজের উৎপাদিত সুতা, বস্তা ও চট অটো মিল, কোল্ড ষ্টোরেজসহ স্থানীয় চাহিদা মিটিয়ে ভারত, চীন, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, জাপান, কোরিয়ায় রপ্তানি করা হবে। পাটের উৎপাদন বৃদ্ধি ও কৃষককের ন্যায্যমূল্য প্রাপ্তিতে সুপ্রিয় জুট ইন্ডাষ্ট্রিজ অবদান রাখবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।
এবিএন/ডিজার হোসেন বাদশা/জসিম/তোহা