![১৫ ঘণ্টা পর সিলেটের সঙ্গে ট্রেন চলাচল স্বাভাবিক](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/02/23/tran_127269.jpg)
মৌলভীবাজার, ২৩ ফেব্রুয়ারি, এবিনিউজ : ১১টি বগি লাইনচ্যুত হওয়ায় ১৫ ঘণ্টা বন্ধ থাকার পর সিলেটের সাথে সারাদেশের ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। আজ শুক্রবার বিকেল ৪টার দিকে রেললাইন মেরামত ও লাইনচ্যুুত ট্রেনের বগি উদ্ধারের ফের ট্রেন চলাচল শুরু হয়।
শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাস্টার মো.সাখাওয়াত হোসেন জানান, কুলাউড়া থেকে হাইড্রোলিক টোল ভ্যান ও আখাউড়া থেকে রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শেষ করার পর বিকেল ৪টায় পুনরায় ট্রেন চলাচল শুরু হয়েছে।
এর আগে গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার সাতগাঁও এলাকায় সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী উপবন এক্সপ্রেসের ১১টি বগি লাইনচ্যুত হয়। এতে সিলেট-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
এবিএন/মমিন/জসিম