বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo
প্রতিনিধি সম্মেলনে এম.পি. আমির হোসেন

‘জনগণের ভালবাসায় জাতীয় পার্টি টিকে আছে’

‘জনগণের ভালবাসায় জাতীয় পার্টি টিকে আছে’

তিতাস (কুমিল্লা), ২৩ ফেব্রুয়ারি, এবিনিউজ : আজ শুক্রবার তিতাস উপজেলার কড়িকান্দিস্থ এম.পি. ভবন মিলনায়তনে উপজেলা জাতীয় পার্টির এক প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়। হোমনা-তিতাস, কুমিল্লা-২ আসনের সংসদ সদস্য জাতীয় পার্টির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আলহাজ¦ মো. আমির হোসেন ভূইয়ার সভাপতিত্বে সভায় তিতাস ও হোমনা উপজেলা জাতীয় পার্টি, অঙ্গ ও সহযোগী সংগঠনের অর্ধশতাধিক নেতাকর্মী বক্তব্য রাখেন। অধিকাংশ বক্তাই সাংগঠনিক কার্যক্রম চালাতে গিয়ে আওয়ামীলীগ কর্তৃক বাধা প্রাপ্ত হওয়ার অভিযোগ তুলে ধরেন। জনৈক মহিলা পার্টির এক নেত্রী আওয়ামীলীগের এক প্রভাবশালী নেতার কারণে তার ছেলে এস.এস.সি. পরীক্ষা দিতে না পারার অভিযোগ তুলে কান্নায় ভেঙে পড়েন।

সভাপতির বক্তব্যে আমির হোসেন ভুইয়া বলেন, সাধারণ মানুষের ভালবাসায় জাতীয় পার্টি টিকে আছে। জাতীয় পার্টির নেতাকর্মীরা কোনো অপরাধ মুলক কাজে জড়িত নয়। যেসব এলাকায় জাতীয় পার্টি প্রতিনিধিত্ব করছে সেখানে প্রকৃত উন্নয়ন হচ্ছে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে একক ভাবে প্রতিদ্বন্দ্বিতার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি। এবং পার্টি যদি জোটবদ্ধ হয়ে নির্বাচন করে সেখানেও জাতীয় পার্টি মূল দায়িত্ব পালন করবে।

এবিএন/কবির হোসেন/জসিম/তোহা

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত