
রাণীশংকৈল (ঠাকুরগাঁও), ২৩ ফেব্রুয়ারি, এবিনিউজ : ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় গত ২৩ ফেব্রুয়ারী একই গ্রামে ২ জন বীর মুক্তিযোদ্ধার মৃতুর খবর পাওয়া গেছে। তাদের ২ জনকে শুক্রবার বিকালে রাষ্ঠীয় মর্যাদায় দাফন করা হয়। স্থানীয়রা জানায়, গোগর গ্রামের বীর মুক্তিযোদ্ধা দবিরুল ইসলাম ২ ছেলে ৩ মেয়ে ও আঃ কাদের ২ ছেলে ১ মেয়ে রেখে মারা যান। তাদের দু’জনকে গোগর মহাবিদ্যালয়ে জানাযা শেষে মুকদুম কবর স্থানে দাফন করা হয়। এসময় জেলা নির্বাহী ম্যাজিষ্টেট আব্দুল্লাহ আল মামুন ও পুলিশ প্রশাসন গার্ড অফ অনার প্রদান করেন। মরহুমের জানাযায় মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার আবু সুফিয়ান সহ প্রায় ৫শতাধিকের ও বেশি মুসল্লী অংশ গ্রহন করেন।
এবিএন/মোবারক আলী/জসিম/তোহা