নীলফামারী, ২৩ ফেব্রুয়ারি, এবিনিউজ : ডোমার প্রেসক্লাবের সাবেক সভাপতি , দৈনিক সংগ্রাম পত্রিকার সাবেক উপজেলা সংবাদদাতা, ডোমার সরকারী কলেজের সাবেক শিক্ষক এবং উপজেলা জামায়াতের সাবেক নায়েবে আমীর অধ্যাপক আনছার আলী (৭৫) আর নেই। আজ শুক্রবার সকালে ডোমার বাসস্ট্যান্ডস্থ বাসায় বার্ধক্যজনিত কারণে তিনি ইন্তেকাল করেন ( ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন)।
মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে ১ মেয়ে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। বাদ আছর ডোমার বহুমখী উচ্চ বিদ্যালয় মাঠে প্রথম জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। বাদ এশা মরহুমের গ্রামের বাড়ী বাগডোগরায় ২য় জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
মরহুমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোকার্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন ডোমার প্রেসক্লাব,পৌর বিএনপির সভাপতি মোস্তফা ফিরোজ প্রধান,সাধারন সম্পাদক কাউন্সিলর আখতারুজ্জামান সুমন,জেলা জামায়াতের আমীর আব্দুর রশীদ, সেক্রেটারী মাওলানা আব্দুস ছাত্তার , জেলা জামায়াতের প্রচার সেক্রেটারী হাফেজ আরিফ আল মামুন ও ডোমার উপজেলা আমীর আব্দুল হাকিম।
এবিএন/আব্দুল্লাহ আল মামুন/জসিম/তোহা