রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২
logo

আখাউড়ায় আওয়ামীলীগ নেতা ওবায়দুল হকের স্মরণ সভা

আখাউড়ায় আওয়ামীলীগ নেতা ওবায়দুল হকের স্মরণ সভা

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া), ২৩ ফেব্রুয়ারি, এবিনিউজ : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া দক্ষিণ ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি ও দক্ষিণ ইউনিয়ন যুব সংঘের উপদেষ্ঠা ওবায়দুল হক ভূইয়ার মৃত্যুতে স্মরণ সভা ও দোয়া মাহফিল হয়েছে। আজ শুক্রবার বিকালে দক্ষিণ ইউনিয়ন যুব সংঘের উদ্যোগে গাজীর বাজার এলাকায় এ স্মরণ সভার আয়োজন করা হয়।

সংগঠনের সাধারণ সম্পাদক মোবারক হোসেনের সভাপতিত্বে স্মরণ সভায় বক্তব্য রাখেন এড. আকছির এম চৌধুরী, আওয়ামীলীগ নেতা বাবুল পারভেজ, যুবলীগ নেতা শাহনেওয়াজ ভূইয়া শানু প্রমুখ।

আলোচনা শেষে পরে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া পাঠ করেন মাওঃ নোমান আল হাবিবী। উল্লেখ্য, গত ১৫ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) রাতে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ওবায়দুল হক ভূইয়া ইন্তেকাল করেন।

এবিএন/হান্নান খাদেম/জসিম/তোহা

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত