![গাজীপুরের কালিয়াকৈরে আনন্দ র্যালী ও মিষ্টি বিতরণ](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/02/23/abnews-24.bbbbbbbbbbbbbbbbb_127288.jpg)
গাজীপুর, ২৩ ফেব্রুয়ারি, এবিনিউজ : গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় চন্দ্রা জোড়াপাম্প এলাকায় আজ শুক্রবার বিকেলে আব্দুল হামিদ দ্বিতীয় বারের মতো রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় আনন্দ র্যালী ও মিষ্টি বিতরণ করা হয়। বঙ্গবন্ধু স্মৃতি সংসদ কালিয়াকৈর উপজেলা শাখার সভাপতি মোঃ জসিম উদ্দিন ইকবালের নেতৃত্বে র্যালীতে অত্র সংগঠনসহ, কালিয়াকৈর পৌর যুবলীগ, ছাত্রলীগ ও শ্রমিকলীগের নেতাকর্মীরা র্যালীতে অংশ নেয়। র্যালীটি ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বিভিন্ন এলাকা প্রদক্ষিণ শেষে জোড়াপাম্প এলাকায় শেষ হলে সেখানে মিষ্টি বিতরণ করা হয়।
এবিএন/আলমগীর হোসেন/জসিম/তোহা