![চকরিয়ায় কাভার্ডভ্যান চাপায় নিহত ২, আহত ৪](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/02/23/road-accident3_127290.jpg)
চকরিয়া (কক্সবাজার), ২৩ ফেব্রুয়ারি, এবিনিউজ : চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের বানিয়ারছড়ায় কাভার্ডভ্যানের চাপায় দুই পথচারী নিহত হয়েছে। এ সময় আরো চার পথচারী আহত হন।
আহতদের স্থানীয়রা উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও উপজেলার বিভিন্ন বেসরকারি হাসাপাতালে ভর্তি করেন। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম পরিচয় পাওয়া যায়নি।
আজ শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে কক্সবাজারের চকরিয়ার বানিয়ারছড়া স্টেশনে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, মহাসড়কের বানিয়াছড়া স্টেশনে সড়কের পাশে গণপরিবহনে উঠতে অপেক্ষায় ছিল ১০-১২ জন নারী-পুরুষ। এসময় আকস্মিকভাবে কক্সবাজারমুখি একটি কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে দাঁড়ানো নারী-পুরুষকে চাপা দিলে ঘটনাস্থলে মারা যায় দুই জন।
মারা যাওয়া দুই জনের মধ্যে একজন ১৮ বছরের তরুণ, অপরজন ৬৫ বছরের বৃদ্ধা মহিলা। এ সময় শিশুসহ আরো ৪ জন আহত হয়। আহতদের স্থানীয় লোকজন উদ্ধার করে সরকারী ও বেসরকারি হাসপাতালে ভর্তি করেন।
চিরিঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরে আলম বলেন, নিহত দুইজনের পরিচয় সন্ধ্যা পর্যন্ত পাওয়া যায়নি। তবে নিহত বৃদ্ধা চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আমিরাবাদ ইউনিয়নের ফকিরাহাট এলাকায় বলে কয়েকজন প্রত্যক্ষদর্শীরা জানায়। অপর নিহত তরুণের ঠিকানাও জানা যায়নি। কাভার্ডভ্যানটি জব্দ করা হয়েছে। নিহতদের সঠিক পরিচয় উদঘাটনে চেষ্টা চলছে।
এবিএন/মুকুল কান্তি দাশ/জসিম/এমসি