![পাঁচবিবিতে আশ্রয়ের জীবাকায়ন ও শিশু শিক্ষা কর্মসূচি পরিদর্শন](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/02/23/pachbibi-map_127300.jpg)
পাঁচবিবি (জয়পুরহাট), ২৩ ফেব্রুয়ারি, এবিনিউজ : জয়পুরহাটের পাঁচবিবিতে আশ্রয়ের জীবাকায়ন ও শিশু শিক্ষা কর্মসূিচ পরিদর্শন করলেন নেটজ্ বাংলাদেশের অধীনে দাতা সংস্থার সদস্য জার্মান প্রতিনিধি দল।
গতকাল বিকেলে উপজেলার পশ্চিম কৃষ্ণপুর সরকারি প্রাথঃ বিদ্যালয়, আটাপুর, আদিবাসী ফেডারেশন কার্যালয়সহ বিভিন্ন কর্মসূচি পরিদর্শন করেন।
এ সময় উপস্থিত ছিলেন- আশ্রয়ের এর দাতা সংস্থার নেটজ্ বাংলাদেশ এর জার্মার নাগরিক মি. মেনফ্রেড ক্রোগার, ব্রেনহার্ড হোপার, ফ্লোরিন এলব্রেথ তাদের সাথে সফর সঙ্গী ছিলেন আশ্রয়ের প্রজেক্ট ডাইরেক্টর এম.জে.কে.এস রব্বানী বসুনিয়া, এরিয়া কো-অর্ডিনেটর, কেরিনা সরেন, পি.ও আবু তালেব প্রমুখ।
এবিএন/সজল কুমার দাস/জসিম/এমসি