শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
ঘাটাইলের ৬ ইউনিয়নের নির্বাচন

ধানের শীষ পাওয়ার লড়াইয়ে ১৭ জন

ধানের শীষ পাওয়ার লড়াইয়ে ১৭ জন

ঘাটাইল (টাঙ্গাইল), ২৩ ফেব্রুয়ারি, এবিনিউজ : আগামী ২৯ মার্চ ঘাটাইল উপজেলার নবগঠিত ও পুনগঠিত ৬ ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশন সচিবালয় কতৃক ঘোষিত তফসিল অনুযায়ী এসব ইউনিয়নে রিটানিং অফিসারের নিকট মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ১ মার্চ।

মনোনয়নপত্র যাছাই বাছাই ৪ ও ৫ মার্চ, প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ১২ মার্চ এবং প্রতীক বরাদ্ধ ১৩ মার্চ। তফসিল ঘোষনার পর থেকেই বিএনপি তাদের প্রার্থী বাছাইয়ের প্রাথমিক কাজ শুরু করেছে। প্রার্থী বাছাইয়ের অংশ হিসাবে ২২ ও ২৩ ফেব্রুয়ারী দলীয় মনোনয়নপত্র বিতরন করেছে।

উপজেলা বিএনপির সাধারই সম্পাদক একেএম রেজাউল করিম বলেন, উপজেলার সংগ্রামপুর, সন্ধানপুর, রসুলপুর, লক্ষিন্দর, ধলাপাড়া, সাগরদিঘী এই ৬ ইউনিয়নে ১৭ জন প্রার্থী দলীয় মনোনয়নপত্র জমা দিয়েছেন। তৃণমূলের মতামতের ভিত্তিতে ৬ ইউনিয়নে দলীয় প্রার্থীর নাম প্রস্তাব করে কেন্দ্রে পাঠানো হবে।

৬ ইউনিয়নে যারা বিএনপির দলীয় মনোনয়ন কিনেছেন তারা হলেন, সন্ধানপুর ইউনিয়ন-বর্তমান চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলাম ও সন্ধানপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আসলাম উদ্দিন সংগ্রামপুর ইউনিয়ন- সাবেক চেয়ারম্যান এ.কে.এম মাসুদ খান তোতা, মোঃ ইফরান হোসেন তোতা, মোঃ রকিবুল ইসলাম খান, নূর মোহাম্মদ ও সংগ্রামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ মাহবুবুর রহমান খান পালন। রসুলপুর ইউনিয়ন- সাবেক চেয়ারম্যান উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোঃ শামসুল আলম ও মোঃ ইউনুছ আলী মেম্বার।

ধলাপাড়া ইউনিয়ন- বর্তমান ইউপি মেম্বার মোঃ জাহাঙ্গীর আলম লেবু, এজহারুল ইসলাম ভূইয়া মিঠু ও শহিদুল ইসলাম মিয়া। লক্ষিন্দর ইউনিয়ন- উপজেলা বিএনপির সহ-সাংগাঠনিক সম্পাদক ও নবগঠিত লক্ষিন্দর ইউনিয়ন বিএনপির আহবায়ক মো. মোফাজ্জল হোসেন ও আবুল কাশেম আহম্মেদ।

সাগরদিঘী ইউনিয়ন-মোঃ মামুনুর রশিদ বাদশা ভূইয়া, মো. আ. ছালাম ভূইয়া লিটন ও আবুল কাশেম শিকদার।

এবিএন/নজরুল ইসলাম/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত