![ছুটির বিকেলে নাতি-নাতনিদের সঙ্গে প্রধানমন্ত্রী](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/02/23/hasina_127313.jpg)
ঢাকা, ২৩ ফেব্রুয়ারি, এবিনিউজ : ব্যস্ততার মাঝেও পরিবারকে সময় দেয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বভাবসূলভ আচরণ। নানা ব্যস্ততা থাকা স্বত্ত্বেও শুক্রবার ছুটির দিনে তার নাতি-নাতনিদের সঙ্গে খেলায় মেতে উঠলেন তিনি।
আজ শুক্রবার প্রধানমন্ত্রী কার্যালয়ের অফিসিয়াল ফটোগ্রাফার সুমন দাশ তার ফেসবুকে দুটি ছবি শেয়ার করে লেখেন, 'আজ বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবনে তাঁর নাতিনদের সাথে।'
এ ছবিই যেন প্রমাণ করে দেশ সেবার দায়িত্ব পালনের পাশাপাশি নিজ ঘরেও কতটা সহজে অতি সাধারণ হয়ে উঠতে পারেন তিনি।
ওই ছবি দুটির একটিতে দেখা যায়, প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনের মাঠে প্রধানমন্ত্রীকে তার নাতনিরা টানাটানি করছে। আরেকটিতে দেখা যায় প্রধানমন্ত্রী একটি গাছের বেদিতে বসে তার নাতনির চুলে হাত বুলাচ্ছেন। ছবিগুলো পোস্ট করার পরপরই খুব দ্রুত ভাইরাল হয়ে যায়। প্রশংসাসূচক বাক্য লিখে ছবি দুটি শেয়ার করতে থাকেন অনেকেই।
প্রসঙ্গত, ২০১৩ সালের জুলাই মাসের শেষ দিকে ছেলে সজীব ওয়াজেদ জয়ের জন্য রান্না ঘরে ঢুকে রান্না করেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছেলের জন্মদিন উপলক্ষে করা প্রধানমন্ত্রীর ওই রান্নার ছবিও ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে।
এবিএন/মমিন/জসিম