![গাজীপুরের কালিয়াকৈরে গরীব ও ভূমিহীনদের মাঝে বস্ত্র বিতরণ](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/02/23/sova_abnews_127316.jpg)
গাজীপুর, ২৩ ফেব্রুয়ারি, এবিনিউজ : গাজীপুরের কালিয়াকৈর উপজেলার জালাল গেট এলাকায় গরীব ও ভূমিহীনদের মাঝে বস্ত্র বিতরণ করা হয়েছে।
আজ শুক্রবার সন্ধ্যায় গাজীপুর ভূমিহীন জনকল্যাণ সোসাইটি কালিয়াকৈর থানা শাখার উদ্যোগে এ বস্ত্র বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়।
বঙ্গবন্ধু স্মৃতি সংসদ গাজীপুর জেলা শাখার সভাপতি মোঃ জসিম উদ্দিন আকন্দের সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ আওয়ামী লীগ কালিয়াকৈর পৌরসভার যুগ্ম-আহ্বায়ক এ্যাড. মো. বেলায়েত হোসেনা চৌধুরী, জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মো. সেলিম মাহমুদ, বাংলাদেশ গার্মেন্স শ্রমিক ফেডারেসনের কার্যকারি কমিটির গাজীপুর জেলা শাখার সভাপতি মো. মোনায়েম খানসহ ভূমিহীন জনকল্যাণ সোসাইটি ও শ্রমিক সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
এসময় অভিনেতা জীবন খানের সঞ্চালনায় উপস্থিত কর্মসূচিতে স্থানীয় শতাধিক গরীব ও ভূমিহীন নারী, পুরুষ ও বৃদ্ধদের মাঝে বস্ত্র বিতরণ করা হয়। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।
এবিএন/আলমগীর হোসেন/জসিম/এমসি