
ঢাকা, ২৩ ফেব্রুয়ারি, এবিনিউজ : বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডে ২৫ জনবল নিয়োগ দেওয়া হবে। পুরুষ ও মহিলা প্রার্থীরা আবেদন করতে পারবেন। আগ্রহ থাকলে আবেদন করতে পারেন।
পদের নাম ও সংখ্যা : প্রোগ্রামার (১ জন)
শিক্ষাগত যোগ্যতা : কোনো অনুমোদিত বিশ্ববিদ্যালয় হতে পদার্থ/ফলিত পদার্থ/গণিত/পরিসংখ্যান/অর্থনীতি/সমাজ বিজ্ঞান/বাণিজ্য/ব্যবসায় প্রশাসন বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে। অথবা বিএসসি ইঞ্জিনিয়ারিং-এ স্নাতক ডিগ্রিধারী হতে হবে। এ ছাড়া পেশাদার কম্পিউটার সোসাইটির সহযোগী সদস্য হতে হবে।
অভিজ্ঞতা : সহকারী প্রোগ্রামার হিসেবে কমপক্ষে ৪ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। তবে কম্পিউটার সাইন্স/ইঞ্জিনিয়ারিং-এ স্নাতকোত্তর ডিগ্রিধারীদের ক্ষেত্রে ২ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন : বেতন স্কেল ২০১৫ অনুযায়ী ষষ্ঠ গ্রেডে ৩৫৫০০-৬৭০১০ টাকা।
পদের নাম ও সংখ্যা : সহকারী প্রোগ্রামার (২ জন)
শিক্ষাগত যোগ্যতা : কোনো অনুমোদিত বিশ্ববিদ্যালয় হতে পদার্থ/ফলিত পদার্থ/গণিত/পরিসংখ্যান/বাণিজ্য/ব্যবসায় প্রশাসন/অর্থনীতি বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে। অথবা বিএসসি ইঞ্জিনিয়ারিং-এ স্নাতক ডিগ্রিধারী হতে হবে।
অভিজ্ঞতা : কোন পেশাদার কম্পিউটার সোসাইটির সহযোগী সদস্য হতে হবে। কম্পিউটার এপটিচুড টেস্ট-এ উত্তীর্ণ হতে হবে।
বেতন : বেতন স্কেল ২০১৫ অনুযায়ী ৯ম গ্রেডে ২২০০০-৫৩০৬০ টাকা।
পদের নাম ও সংখ্যা : সহকারী মেইনটেনেন্স ইঞ্জিনিয়ার (১ জন)
শিক্ষাগত যোগ্যতা : কোন অনুমোদিত বিশ্ববিদ্যালয় হতে ৪ বছর মেয়াদী কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বা ইলেকট্রিক্যাল/ইলেকট্রোনিক ইঞ্জিনিয়ারং-এ স্নাতক ডিগ্রি থাকতে হবে।
অভিজ্ঞতা: সংশ্লিষ্ট কাজে বাস্তব অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
বেতন : বেতন স্কেল ২০১৫ অনুযায়ী ৯ম গ্রেডে ২২০০০-৫৩০৬০ টাকা।
পদের নাম ও সংখ্যা : শারীরিক শিক্ষ অফিসার (১ জন)
শিক্ষাগত যোগ্যতা : কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় অথবা ইনস্টিটিউট হতে বিপিএডসহ স্নাতক ডিগ্রি থাকতে হবে।
অভিজ্ঞতা : সংশ্লিষ্ট বিষয়ে বাস্তব অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে।
বেতন : বেতন স্কেল ২০১৫ অনুযায়ী ৯ম গ্রেডে ২২০০০-৫৩০৬০ টাকা।
পদের নাম ও সংখ্যা : উপ-সহকারী প্রকৌশলী কাম তত্ত্বাবধায়ক (১ জন)
শিক্ষাগত যোগ্যতা : কোন স্বীকৃত ইনস্টিটিউট হতে পুন:কৌলল-এ ডিপ্লোমা থাকতে হবে।
অভিজ্ঞতা : সংশ্লিষ্ট কাজে বাস্তব অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে।
বেতন : বেতন স্কেল ২০১৫ অনুযায়ী ১১ম গ্রেডে ১২৫০০-৩০২৩০ টাকা।
পদের নাম ও সংখ্যা : অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক (১৭ জন)
শিক্ষাগত যোগ্যতা : কোন স্বীকৃত বোর্ড হতে অন্যূন দ্বিতীয় বিভাগে (জিপিএ-২.০০ বা তদূর্ধ্ব) এইচএসসি/আলিম/সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
অভিজ্ঞতা : প্রতি মিনিটে বাংলা ও ইংরেজি মুদ্রাক্ষর লিখনে যথাক্রমে অন্যূন ২০ ও ২৮ শব্দের গতি থাকতে হবে। এমএস ওয়ার্ড, এমএস এক্সেল, পাওয়ার পয়েন্ট, এমএস একসেস, ইন্টারনেট এ কাজে অভিজ্ঞাদের অগ্রাধিকার দেওয়া হবে।
বেতন : বেতন স্কেল ২০১৫ অনুযায়ী ১৬ম গ্রেডে ৯৩০০-২২৪৯০ টাকা।
পদের নাম ও সংখ্যা : ইলেকট্রিশিয়ান (২ জন)
শিক্ষাগত যোগ্যতা : কোন স্বীকৃত বোর্ড হতে এসএসসি/দাখিল/সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
অভিজ্ঞতা : কোন স্বীকৃত ইনস্টিটিউট হতে সংশ্লিষ্ট বিষয়ে ট্রেড কোর্স পরীক্ষার সদন থাকতে হবে।
বেতন : বেতন স্কেল ২০১৫ অনুযায়ী ১৬ম গ্রেডে ৯৩০০-২২৪৯০ টাকা।
আবেদনের নিয়ম : আগ্রহী প্রার্থীদের http://job.ebmeb.gov.bd ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে।
আবেদনের সময়সীমা : আগামী ৭ মার্চ ২০১৮ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন।
পুরো বিজ্ঞপ্তিটি সরাসরি দেখুন
এবিএন/রাজ্জাক/জসিম/এআর