
ঢাকা, ২৪ ফেব্রুয়ারি, এবিনিউজ : নিজের ভাগ্য বা ভবিষ্যৎ সম্পর্কে জানার আগ্রহ মানুষের সেই প্রাচীনকাল থেকেই। এ জানার অদম্য ইচ্ছার কারণেই জ্যোতিষশাস্ত্রের জন্ম। জ্যোতিষবিদ্যার রয়েছে অনেকগুলো পদ্ধতি। এর মধ্য নিউমারলজি বা সংখ্যা-জ্যোতিষ অন্যতম। এ পদ্ধতিতে জন্ম তারিখ, রাশির ভর সংখ্যা ও বছর বা দিনের নির্দিষ্ট সংখ্যা ইত্যাদি বিশেষ নিয়মে হিসাব করে ভাগ্যফল নির্ণয় করা হয়। যারা বিশ্বাসী তারা নিজের জীবনের সাথে মনে মনে মিলিয়ে দেখে। যারা অবিশ্বাসী তারা পড়ার পর ভুলে যাই। তবে জ্যোতিষ শাস্ত্রে বিশ্বাস-অবিশ্বাস যাই থাকুক না কেন, নিজের ভবিষ্যতটা কিন্তু জানতে চান সবাই।
মেষ (২১ মার্চ - ২০ এপ্রিল) : আজ মেষ রাশির জাতক জাতিকাদের বকেয়া টাকা আদায়ের সম্ভাবনা রয়েছে। খুচরা ও পাইকারী ব্যবসা বাণিজ্যে ভালো আয় রোজগার হবে। বাড়ীতে কুটম্বদের আগমন হতে পারে। হোটেল মোটেল ও রেস্টুরেন্ট ব্যবসায়ীরা আশানুরুপ লাভবান হবেন। ব্যবসায়ীক কথাবার্তায় অগ্রগতি আশা করা যায়। পানিয়র ব্যবসায় লাভের সম্ভাবনা।
শুভ রং: সবুজ
শুভ সংখ্যা: ২
বৃষ (২১ এপ্রিল - ২১ মে) : বৃষ রাশির জাতক জাতিকাদের দিনটি খুব ভালো যাবে। খুচরা ও পাইকারী ব্যবসায় ভালো আয়ের সম্ভাবনা। ব্যবসায়ীক যোগাযোগ বৃদ্ধি পাবে। অবিবাহিতদের বিয়ের যোগ প্রবল। সংসারিক কারনে কিছু ব্যয় করে আনন্দ পাবেন। বিদেশ থেকে কোনো ভালো সংবাদ আসতে পারে। বকেয়া টাকা আদায় হবে। চাকরীজীবীরা হটাৎ ব্যবসা বানিজ্যে বিনিয়োগ করতে পারেন।
শুভ রং: সাদা
শুভ সংখ্যা: ৩
মিথুন (২২ মে – ২১ জুন) : মিথুন রাশির জাতক জাতিকার ব্যয় বৃদ্ধি পাবে। কোনো প্রকার ভ্রমনের সুযোগ পেয়ে যাবেন। খাদ্য ও বস্ত্র ব্যবসায়ীদের পরিবহন ব্যয় বৃদ্ধি পাবে। প্রবাসীদের দিনটি শন্তি ও সমৃদ্ধির। সাংসারিক কারনে ব্যয় বৃদ্ধির যোগ প্রবল। ট্রাভেল এজেন্সীর ব্যবসায় আশানুরুপ অর্থলাভের যোগ দেখা যায়। প্রবাসীদের কর্মস্থলে কোন পরিবর্তন হতে পারে। রাতে পরিস্থিতির উন্নতি হবে। আয় বৃদ্ধি পাবে।
শুভ রং: কমলা
শুভ সংখ্যা: ২
কর্কট (২২ জুন – ২২ জুলাই) : আজ কর্কট রাশির জাতক জাতিকার দিনটি মিশ্র সম্ভাবনাময়। ব্যবসায়ীক আলোচনা ফলপ্রসু হবে। বাড়ীতে বড় ভাই বোনের আগমন হতে পারে। কোন বন্ধুর বিবাহ সংক্রান্ত কাজে ব্যস্ত হতে পারেন। আর্থিক অবস্থা তুলনামূলক বলবান থাকতে পারে। প্রবাসী ব্যবসায়ীরা আজ ভালো আয় করতে পারবেন।
শুভ রং: বাদামি
শুভ সংখ্যা: ২
সিংহ (২৩ জুলাই - ২৩ আগস্ট) : সিংহ রাশির জাতক জাতিকার আজ সাঙ্গঠনিক ও রাজনৈতিক কাজে ব্যস্ত থাকার দিন। আয় উন্নতি বৃদ্ধি পাবে। কোনো সঙ্গঠনের দ্বারা আজ সম্মানিত হতে পারেন। রাজনৈতিক ব্যক্তিদের গোপন শত্রুর বিষয়ে সতর্ক হতে হবে। কোনো প্রভাবশালী আমলা বা নেতার সাথে কোনো গুরুত্বপূর্ণ আলোচনায় অগ্রগতি হতে পারে।
শুভ রং: আকাশি
শুভ সংখ্যা: ৩
কন্যা (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর) : কন্যা রাশির জাতক জাতিকার দিনটি ভালো যাবে। ধর্মীয় ও আধ্যত্মীক কোন কাজে অংশ নিতে পারেন। পিতার সাথে বাহিরে বেড়াতে যাওয়ার যোগ প্রবল। বিদেশ যাত্রার সুযোগ আসতে পারে। বিদ্যার্থীরা উচ্চ শিক্ষা বিষয়ে ভালো কোনো সংবাদ পাবেন। শিক্ষক ও সমাজ সেবকদের আজ ব্যস্ততা বাড়বে।
শুভ রং: সাদা
শুভ সংখ্যা: ২
তুলা (২৪ সেপ্টেম্বর – ২৩ অক্টোবর) : আজ তুলা রাশির জাতক জাতিকাদের রাস্তাঘাটে একটু সতর্কতার সাথে চলাফেরা করতে হবে। ব্যাংকের চাকরীজীবীদের বন্ধের দিনেও কিছু অফিশের কাজ করতে হতে পারে। প্রভাবশালী কোনো ব্যক্তির দ্বারা ঝামেলার শিকার হতে পারেন। পাওনাদারের তাগাদা বৃদ্ধি পাবে। কোনো আত্মীয়কে দেখতে হাসপাতালে যেতে হতে পারে। ঝুকিপূর্ণ বিনিয়োগে কিছু লাভের আশা করা যায়।
শুভ রং: কমলা
শুভ সংখ্যা: ৩
বৃশ্চিক (২৪ অক্টোবর – ২২ নভেম্বর) : আজ বৃশ্চিক রাশির জাতক জাতিকার দিনটি শুভ সম্ভাবনাময়। ব্যবসায়ীক কাজে ব্যস্ততা বৃদ্ধি পাবে। অসুস্থদের শারীরিক অবস্থার উন্নতি আশা করা যায়। আজ পারিবারিক ও দাম্পত্য সুখ শান্তি বৃদ্ধি পাবে। ধনস্থানে শনির প্রভাবে খুচরা ব্যবসায় আয় রোজগার আশানুরুপ হবে না। শিল্প কলার সাথে জড়িতদের দিনটি শুভ সম্ভাবনাময়।
শুভ রং: লাল
শুভ সংখ্যা: ২
ধনু (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর) : ধনু রাশির জাতক জাতিকার শরীর কিছুটা দূর্বল থাকবে। হটাৎ করে সিজেনাল জ্বরে পড়তে পারেন। শ্বাস-কষ্টের রুগীদের ঠান্ডা থেকে সতর্ক হতে হবে। আজ কোনো কাজের লোকের কারনে আর্থিক ক্ষতি থেকে রক্ষা পেতে পারেন। অণৈতিক সম্পর্কের কারনে বেইজ্জতির শিকার হবেন। গোপন শত্রুতা বৃদ্ধি পাবে।
শুভ রং: মেরুন
শুভ সংখ্যা: ৫
মকর (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি) : মকর রাশির জাতক জাতিকাদের দিনটি মিশ্র সম্ভাবনাময়। আর্থিক দিক বলবান থাকবে। কোনো বন্ধু বা বড় বোনের সাহায্য পেয়ে যাবেন। বন্ধু বা আত্মীয়র বাসায় বেড়াতে যেতে পারেন। প্রেম ও রোমান্স শুভ। প্রেমিক প্রেমিকাদের বিবাহ সংক্রান্ত আলোচনা হতে যাচ্ছে। সন্তানের সাথে সময়টা ভালো ভাবে কেটে যাবে।
শুভ রং: সবুজ
শুভ সংখ্যা: ৫
কুম্ভ (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি) : কুম্ভ রাশির জাতক জাতিকার গৃহস্থালী কাজে ব্যস্ততা বৃদ্ধি পাবে। মায়ের আশীর্বাদ পাবেন। আজ গৃহে আত্মীয় সমাগমের যোগ প্রবল। কোনো ভূমি স্থাবর সম্পত্তি সংক্রান্ত আলাপ আলোচনায় অগ্রগতি হবে। আসবাবপত্র ও গৃহস্থালী টুকিটাকি ক্রয়ে ব্যস্ত হতে পারেন। পারিবারিক পরিবেশ অনুকূল থাকবে।
শুভ রং: সাদা
শুভ সংখ্যা: ১
মীন (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ) : মীন রাশির জাতক জাতিকার দিনটি শুভ সম্ভাবনাময়। বিদেশ থেকে কোনো গুরুত্বপূর্ণ সংবাদ পেতে পারেন। আপনার সাহস ও পরাক্রম বৃদ্ধি পাবে। রাজনৈতিক কাজে ব্যস্ততা বাড়বে। দেশে ছোট ভাই বোনের আগমন হতে পারে। সাংবাদিক ও প্রকাশকদের দিনটি শুভ সম্ভাবনাময়। বৈদেশীক যাবতীয় যোগাযোগ শুভ।
শুভ রং: কমলা
শুভ সংখ্যা: ৩
এবিএন/মাইকেল/জসিম/এমসি