![চন্দ্রা থেকে মির্জাপুর পর্যন্ত তীব্র যানজট](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/02/24/road_abenews_127335.jpg)
গাজীপুর, ২৪ ফেব্রুয়ারি, এবিনিউজ : গাজীপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা থেকে মির্জাপুর পর্যন্ত ২৫ কিলোমিটার এলাকাজুড়ে সৃষ্টি হয়েছে তীব্র যানজট। এই এলাকায় থেমে থেমে চলছে যানবাহন। ফলে চরম ভোগান্তিতে পড়েছে যাত্রীরা।
হাইওয়ে পুলিশের সালনা ফাঁড়ির উপপরিদর্শক বাহার আলাম সাংবাদিকদের জানান, গতকাল গভীর রাত থেকেই ঢাকা-টাঙ্গাইল মহসড়কে দুরপাল্লার বাস ও পণ্য পরিবহনের চাপ বেড়ে যাওয়ায় এবং মহাসড়কের গোড়াই অংশে বেশ কয়েকটি যানবাহন বিকল হওয়ায় এই যানজটের সৃষ্টি হয়েছে। এছাড়া মহাসড়কের চতুর্থ লেনের কাজ চলমান থাকা এবং যত্রতত্র গাড়ি পার্কিং ও চালকদের ওভারটেকিং প্রবণতার কারণে যানজটের মাত্রা বেড়ে যাচ্ছে কয়েক গুণ।
ফলে পল্লীবিদ্যুৎ, চন্দ্রা, বাড়ইপাড়া, খাড়াজোড়া, কালিয়াকৈর বাইপাস ও বোর্ডঘর এলাকায় এই যানজট সৃষ্টি হয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।
এছাড়া একই মহাসড়কের টাঙ্গাইলের হাঁটুভাঙ্গা, গোড়াই ও মির্জাপুর পর্যন্ত ২৫ কিলোমিটার এলাকাজুড়ে সৃষ্টি হয়েছে তীব্র যানজট। ফলে ১০ মিনিটের রাস্তা অতিক্রম করতে সময় লাগছে এক ঘণ্টারও বেশি সময়। এতে ভোগান্তিতে পড়েছে কর্মস্থলগামী যাত্রী ও চালকরা।
এবিএন/মাইকেল/জসিম/এমসি