সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২
logo
  • হোম
  • সারাদেশ
  • ঠাকুরগাঁওয়ে মাদ্রাসা ছাত্রের দগ্ধ মরদেহ উদ্ধার, আটক ৮

ঠাকুরগাঁওয়ে মাদ্রাসা ছাত্রের দগ্ধ মরদেহ উদ্ধার, আটক ৮

ঠাকুরগাঁওয়ে মাদ্রাসা ছাত্রের দগ্ধ মরদেহ উদ্ধার, আটক ৮

ঠাকুরগাঁও, ২৪ ফেব্রুয়ারি, এবিনিউজ : ঠাকুরগাঁও শহরের নিশ্চিন্তপুর কাওমী মাদ্রাসার ছাত্র আবু বক্করের (১৬) আগুনে দগ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এসময় মাদ্রাসার সুপারসহ ৮ জনকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ আটক করে থানায় নিয়ে আসে।

আজ শনিবার সকালে মাদ্রাসার একটি বাথরুম থেকে তার লাশ উদ্ধার করা হয়। তবে পরিবারের স্বজনদের অভিযোগ রহস্যজনক হত্যাকান্ড। আবু বক্কর (১৬) সদর উপজেলা জগন্নাথপুর ইউনিয়নের বাহাদুর পাড়া এলাকার সিরাজুল ইসলামের ছেলে।

মাদ্রাসার শিক্ষার্থী ও স্থানীয়রা জানায়, ফজরের নামাজের পর মাদ্রাসার একটি বাথরুমে বক্করের লাশ দেখা যায়। বাথরুমের ভিতরে দরজা লাগানো ছিল। পরে পুলিশকে খবর দিলে পুলিশ এসে বাথরুমের দরজা ভেঙ্গে লাশ উদ্ধার করে।

আবু বক্করের স্বজনরা জানায়, গতকাল শুক্রবার সকালে আবু বক্কর বাসায় আসে। দুইশ টাকা নিয়ে সন্ধ্যার আগেই সে মাদ্রাসায় চলে যায়। এটি রহস্যজনক হত্যাকান্ড। কিন্তু মাদ্রাসা কর্তৃপক্ষ এটিকে আত্মহত্যা বলে দাবি করছে।

ঠাকুরগাঁও সদর থানার অফিসার্স ইনচার্জ আব্দুল লতিফ জানান, পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে। এটি হত্যা না আতœহত্য তা তদন্ত সাপেক্ষে বলা যাবে। আমরা জিজ্ঞাসাবাদের জন্য মাদ্রাসর সুপারসহ ৮ জনকে থানায় নিয়ে আসা হয়েছে। পরবর্তিতে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এবিএন/রবিউল এহসান রিপন/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত