বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • লালমনিরহাটে ভুয়া হাইওয়ে পুলিশ সার্জেন্ট গ্রেফতার

লালমনিরহাটে ভুয়া হাইওয়ে পুলিশ সার্জেন্ট গ্রেফতার

লালমনিরহাটে ভুয়া হাইওয়ে পুলিশ সার্জেন্ট গ্রেফতার

লালমনিরহাট, ২৪ ফেব্রুয়ারি, এবিনিউজ : লালমনিরহাটের পাটগ্রামে হাইওয়ে পুলিশ সার্জেন্ট পরিচয়ে ট্রাক থামিয়ে চাঁদাবাজি করার সময় অজয় কুমার রায় নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

গতকাল শুক্রবার রাতে ওই উপজেলার কবরস্থান এলাকায় চাঁদাবাজির সময় স্থানীয় জনতা ভুয়া ওই পুলিশ সার্জেন্টকে আটক করে পুলিশে সোপর্দ করেন। আটক অজয় কুমার রায় ওই উপজেলার রসুলগঞ্জ গ্রামের সুমাংশু কুমার রায়ের পুত্র বলে জানা গেছে।

পাটগ্রাম থানার ওসি আরজু মো. সাজ্জাদ হোসেন জানান, অজয় কুমার রায় নামে ওই বক্তি নিজেকে হাইওয়ে পুলিশের সার্জেন্ট দাবি করে ভুয়া পরিচয় পত্র তৈরী করেন। গতকাল শুক্রবার রাতে বুড়িমারী-লালমনিরহাট মহা মড়কের পাটগ্রাম উপজেলার কবরস্থান এলাকায় ট্রাক থামিয়ে চাঁদাবাজি করতে চেষ্টা করেন।

এ সময় স্থানীয় লোকজন সন্দেহ জনক ভাবে তাকে আটক করে পাটগ্রাম থানা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পুলিশ সার্জেন্টের ভুয়া পরিচয় পত্রসহ তাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসেন।

এ ঘটনার তার বিরুদ্ধে মামলা দায়ের করে আজ শনিবার সকালে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

এবিএন/আসাদুজ্জামান সাজু/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত