বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • সদরপুরে শুদ্ধভাবে জাতীয় সংগীত প্রতিযোগিতা অনুষ্ঠিত

সদরপুরে শুদ্ধভাবে জাতীয় সংগীত প্রতিযোগিতা অনুষ্ঠিত

সদরপুরে শুদ্ধভাবে জাতীয় সংগীত প্রতিযোগিতা অনুষ্ঠিত

সদরপুর (ফরিদপুর), ২৪ ফেব্রুয়ারি, এবিনিউজ : ফরিদপুরের সদরপুর উপজেলায় জাতীয় শুদ্ধভাবে সংগীত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার সকাল ১১টায় উপজেলা পরিষদ দরবার হল কক্ষে উপজেলা নির্বাহী অফিসার পূরবী গোলদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান কাজী শফিকুর রহমান।

অনুষ্ঠানে উপজেলার ৯টি ইউনিয়ন থেকে প্রাথমিক বিদ্যালয়,মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ পর্যায়ের শিক্ষার্থীরা অংশ নেয়। বিভিন্ন দলের প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।সদরপুরে শুদ্ধভাবে জাতীয় সংগীত প্রতিযোগিতা অনুষ্ঠিতপ্রাথমিক পর্যায়ে ভাষানচর সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক পর্যায়ে বেগম কাজী জেবুন্নেছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে সদরপুর সরকারি কলেজ প্রথম হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জালাল উদ্দিন, শিক্ষা কর্মকর্তা মোঃ মালেক মিয়া, সহকারি মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মোফাজ্জেল হোসেন প্রমুখ।

এবিএন/সাব্বির হাসান/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত