বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo

তিতাসে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৩

তিতাসে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৩

তিতাস (কুমিল্লা), ২৪ ফেব্রুয়ারি, এবিনিউজ : কুমিল্লার তিতাস উপজেলার আইন শৃঙ্খলা বাহিনীর বিশেষ অভিযানে ইয়বা ও গাজা বিক্রেতা ৩ জনকে আটক করেছে থানা পুলিশ।

গতকাল শুক্রবার গভীর রাতে অভিযান চালিয়ে উপজেলার কড়িকান্দি গ্রামের মৃত শফিকুল ইসলামের ছেলে জসিম উদ্দিন (৩৭) ও একই গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে মো. শরিফুল ইসলাম (২২)কে ২৪ পিস ইয়বাসহ আটক করে।

জগতপুর ইউনিয়নের দ্বিতীয় দশানী পাড়ার মৃত সোনা মিয়ার ছেলে মো. সাজু মিয়া (৪৫)কে ২শ’ গ্রাম গাজাসহ আটক করে।

এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মাদক নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা রুজু করেছে। আজ শনিবার সকালে গ্রেফকৃতদেরকে কুমিল্লা কোর্টে প্রেরণ করেছে।

এবিএন/কবির হোসেন/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত