বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo

লালপুরে জাটকা সংরক্ষন সপ্তাহের উদ্বোধন

লালপুরে জাটকা সংরক্ষন সপ্তাহের উদ্বোধন

লালপুর (নাটোর), ২৪ ফেব্রুয়ারি, এবিনিউজ : ‘জাটকা ধরে করবো না শেষ, বাঁচবে জেলে হাসবে দেশ’- এই প্রতিপাদ্য সামনে নিয়ে নাটোরের লালপুরে শুরু হয়েছে জাটকা সংরক্ষণ সপ্তাহ-২০১৮। লালপুর উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে আজ শনিবার সকালে উপজেলা পরিষদ চত্ত্বর থেকে একটি র‌্যালি বের হয়ে গুরুত্বপূর্ন সড়ক সমূহ প্রদক্ষিন করে। র‌্যালি শেষে উপজেলা বিআরডিবি হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

লালপুর উপজেলা নির্বাহী অফিসার নজরুল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন অনুষ্ঠানের প্রধান অতিথি নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট আবুল কালাম আজাদ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নাটোর জেলা মৎস্য কর্মকর্তা অলক কুমার সাহা, লালপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান হারুনার রশিদ পাপ্পু, লালপুর থানা ওসি আবু ওবায়েদ, লালপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফু, সাধারন সম্পাদক ইসাহাক আলী, জেলে প্রতিনিধি এনামুল হক প্রমুখ।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা দীন মোঃ আসাদুল্লাহ। জাটকা সংরক্ষন সপ্তাহ হিসেবে ২৪ ফেব্রুয়ারি থেকে আগামী ২ মার্চ পর্যন্ত নানা কর্মসূচি গ্রহন করেছে উপজেলা মৎস্য দপ্তর।

এবিএন/মোয়াজ্জেম হোসেন/জসিম/তোহা

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত