![গঙ্গাচড়ায় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/02/24/abnews-24.bbbbb_127374.jpg)
গঙ্গাচড়া (রংপুর), ২৪ ফেব্রুয়ারি, এবিনিউজ : রংপুরের গঙ্গাচড়া উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ মাঠে শুরু হয়েছে দুদিন ব্যাপি বিজ্ঞান ও প্রযুক্তি মেলা। আজ শনিবার মেলার উদ্বোধন করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী আলহাজ্ব মসিউর রহমান রাঙ্গা।
‘মেধাই সম্পদ, বিজ্ঞান প্রযুক্তিই ভবিষ্যৎ’ প্রতিপাদ্যে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতা এবং বিজ্ঞান ও প্রযুক্তি যাদু ঘরের তত্ত্বাবধায়নে ৩৯তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ এনামুল কবিরের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফছিউল আলম, ডা. নাজমীন নাহার, উপজেলা জাপা সভাপতি আলহাজ্ব সামসুল আলম, মাধ্যমিক শিক্ষা অফিসার সেলিনা বেগম,
অধ্যক্ষ সায়েদুল ইসলাম লেবু, প্রধান শিক্ষক হাফিজুর রহমান প্রমূখ। অনুষ্ঠানে থানা অফিসার ইনচার্জ মসিউর রহমানসহ সরকারি কর্মকর্তা, গণমাধ্যম কর্মী, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। পরে প্রতিমন্ত্রী ফিতা কেটে মেলার উদ্বোধন ও বিভিন্ন স্টল পরিদর্শন করেন। মেলা উপলক্ষে উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা ও গণিত অলিম্পিয়ার্ডের আয়োজন করা হয়েছে।
এবিএন/এস.এম স্বপন/জসিম/তোহা