![ব্রাহ্মণবাড়িয়ায় জেলা বিএনপির সভাপতিসহ আটক ৩](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/02/24/abnews-24.bbbbbb_127375.jpg)
ব্রাহ্মণবাড়িয়া, ২৪ ফেব্রুয়ারি, এবিনিউজ : ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র হাফিজুর রহমান মোল্লা কচিসহ তিন জনকে আটক করেছে পুলিশ। আজ শনিবার দুপুর সাড়ে ১২ টার দিকে শহরের দক্ষিণ মোড়াইল এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন- বিএনপির কর্মী জহিরুল হক উমর (৩২), জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আহসানুল হক অথৈ (৩০)।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নবীর হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ মোড়াইল এলাকায় কচি মোল্লার বাসায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। কচি মোল্লার বিরুদ্ধে কয়েকটি মামলায় গ্রেফতারি পরোয়ানা ছিল।
এবিএন/এস.এম টিপ চৌধুরী/জসিম/তোহা