শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ১৪৪ ধারা জারি

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ১৪৪ ধারা জারি

ব্রাহ্মণবাড়িয়া, ২৪ ফেব্রুয়ারি, এবিনিউজ : ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ১৪৪ ধারা জারি করেছেন উপজেলা প্রশাসন। ছাত্রলীগের দুই গ্রুপের সমাবেশকে ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। সব ধরণের সভা-সমাবেশ ও গণজমায়েত নিষিদ্ধ করে উপজেলা প্রশাসনের জারি করা ১৪৪ ধারা আজ শনিবার সকাল থেকে রাত ১২টা পর্যন্ত বলবৎ থাকবে বলে জানা গেছে।

খোঁজ নিয়ে জানা গেছে, সরাইল উপজেলা ছাত্রলীগের নবগঠিত আহ্বায়ক কমিটির আহ্বায়ক জসিম খান ও যুগ্ম আহ্বায়ক আফসার উদ্দিনের পরিচিতি সভা ডাকা হয় স্থানীয় উপজেলা সদরের শহীদ মিনার এলাকায়। শনিবার সকালে ওই সভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে একই জয়গায় সদ্য সাবেক কমিটির নেতা গিয়াস উদ্দিন সেলুর গ্রুপে নবগঠিত কমিটি অবৈধ দাবি করে তাদের প্রতিহত করার জন্য সমাবেশ আহ্বান করে। এ নিয়ে শুক্রবার রাত থেকেই তমতমে উত্তেজনা বিরাজ করছিল।

পরে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে উপজেলা সদরে সব ধরণের সভা-সমাবেশ ও গণজমায়েত নিষিদ্ধ করে উপজেলা প্রশাসন ১৪৪ ধারা জারি করেন। সরাইল থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মফিজ উদ্দিন ভূঁইয়া এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানা, সমাবেশ স্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এবিএন/এস.এম টিপ চৌধুরী/জসিম/তোহা

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত