শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo

ব্রাহ্মণবাড়িয়ায় পুকুর থেকে যুবকের লাশ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়ায় পুকুর থেকে যুবকের লাশ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়া, ২৪ ফেব্রুয়ারি, এবিনিউজ : ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলায় পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার দুপুরে সদর উপজেলার সুহিলপুর ইউনিয়নের মাইজহাটি এলাকায় একটি পুকুর থেকে মো. আব্দুল্লাহ মিয়া (১৮) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়। সে একই এলাকার মো. সাহিদ মিয়ার পালক ছেলে বলে জানা গেছে।

নিহতের পালক মা মোছা. হেনা বেগম জানান, আজ থেকে ১২ বছর আগে আখাউড়া রেলওয়ে স্টেশন থেকে পথশিশুর মত ঘোরাঘুরি করত এ শিশুটি। সেই সময় তার বয়স ছিল ৬ বছর। সে সনাতন ধর্মে ছেলে বিধায় তার নাম পরে রাখা হয় আব্দুল্লাহ। এর পর থেকে সে পালিত মা বাবার কাছে বড় হয়ে উঠে। গত শুক্রবার রাতে সে বাড়ি থেকে বেড় হয়ে বাড়ি পাশে পাঁচ পীরের মাজারে গান শুনতে যায়। এরপর আর সে বাড়িতে ফিরে আসেনি। শনিবার সকালে তার বাড়ির পাশে একটি পুকুরে তার মরদেহ ভাসমান দেখে স্থানীয়রা তার পরিবারে খবর দেয়। পরে মরদেহ দেখতে পেয়ে তাকে চিহ্নিত করা হয়।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার উপ-পরিদর্শক মো. আবুল হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনারস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। নিহতের গলায় একটি আঘাতের চিহ্ন রয়েছে। মরদেহটি ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে বলেও তিনি জানান।

এবিএন/এস.এম টিপ চৌধুরী/জসিম/তোহা

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত