![নরসিংদীতে মাদক বিরোধী সমাবেশ ও আলোচনা সভা](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/02/24/abnews-24.bbbbbbbbbb_127382.jpg)
নরসিংদী, ২৪ ফেব্রুয়ারি, এবিনিউজ : নরসিংদীতে “মাদককে না বলুন” এই স্লোগানকে সামনে রেখে মাদকদ্রব্যের অপব্যবহার রোধ ও গণসচেতনতার লক্ষ্যে মাদক বিরোধী সমাবেশ ও আলোচনা সভা করেছে জেলা প্রশাসন ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়। আজ দুপুরে শহরের আব্দুল কাদির মোল্লা সিটি কলেজ মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নরসিংদী জেলা প্রশাসক ড. সুভাষ চন্দ্র বিশ্বাস।
আব্দুল কাদির মোল্লা সিটি কলেজের অধ্যক্ষ ড. মশিউর রহমান মৃধার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নরসিংদী পুলিশ সুপার আমেনা বেগম বিপিএম, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মন্জুর এলাহী, বিভাগীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের অতিরিক্ত পরিচালক ফজলুর রহমান, নরসিংদী পৌরসভার প্যানেল মেয়র ইয়াসমীন সুলতানা, আব্দুল কাদির মোল্লা সিটি কলেজের উপাধ্যক্ষ মাহমুদুল হাসান ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের সহকারি পরিচালক মোস্তাফিজুর রহমান।
আলোচনা সভা শেষে কলেজ মাঠে শিক্ষার্থীদের মাদকের বিরুদ্ধে শপথ পাঠ করান জেলা প্রশাসক ড. সুভাষ চন্দ্র বিশ্বাস।
এবিএন/সুমন রায়/জসিম/তোহা