বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • গাজীপুরের ভাওয়াল জাতীয় উদ্যানে ৩৫টি কচ্ছপ অবমুক্ত

গাজীপুরের ভাওয়াল জাতীয় উদ্যানে ৩৫টি কচ্ছপ অবমুক্ত

গাজীপুরের ভাওয়াল জাতীয় উদ্যানে ৩৫টি কচ্ছপ অবমুক্ত

গাজীপুর, ২৪ ফেব্রুয়ারি, এবিনিউজ : ঢাকা শাখারী বাজার এলাকা থেকে উদ্ধারকৃত ৩৫টি সুন্দি প্রজাতির কচ্ছপ গাজীপুরের ভাওয়াল জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়েছে।

আজ শনিবার সকালে ভাওয়াল জাতীয় উদ্যানের মিনি চিড়িয়াখানার প্রজনন কেন্দ্রে কচ্ছপগুলো অবমুক্ত করে পরিবেশ ও বন বিভাগ।

কচ্ছপ অবমুক্তকালে পরিবেশ ও বন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো.মোজাহেদ হোসেন বলেন, পরিবেশ রক্ষার জন্য বন্যপ্রাণী রক্ষা করতে হবে। বন্যপ্রাণী রক্ষায় বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ কাজ করছে।

এসময় অন্যান্যের মধ্য উপস্থিত ছিলেন- ঢাকা বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণের ঢাকা বিভাগীয় প্রধান এ.এস.এম জহির উদ্দিন আকন, পার্ক ও ভাওয়াল রেঞ্জ কর্মকর্তা আবুল হাসেম, পার্ক বিট কর্মকর্তা আবু হাসেম চৌধুরী, বিকেবাড়ী বিট কর্মকর্তা কাজী সাইফুল ইসলাম, বাউপাড়া বিট অফিসার খন্দকার আরিফুল ইসলাম, রাজেন্দ্রপুর পশ্চিম বিট কর্মকর্তা মো.নজরুল ইসলামসহ বন বিভাগের স্টাফরা।

উল্লেখ্য, গতকাল শুক্রবার ঢাকার শাখারী বাজার এলাকায় আইন-শৃঙ্খলাবাহিনী সদস্যদের সহযোগিতায় অভিযান চালিয়ে ঢাকা বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ ৩৫টি সুন্দি প্রজাতির কচ্ছপসহ এক মণ কচ্ছপের মাংস উদ্ধার করেন। এসময় তিন জনকে আটক করে নয় মাস করে বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়।

এবিএন/আলমগীর/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত