![মেলান্দহে ফাঁসিতে ঝুলে স্কুল ছাত্রের আত্মহত্যা](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/02/24/jhulonto-lash_127386.jpg)
জামালপুর, ২৪ ফেব্রুয়ারি, এবিনিউজ : জামালপুরের মেলান্দহে ফাঁসিতে ঝুলে স্কুল ছাত্র সাগর আলী (১৩) আত্মহত্যা করেছে।
সাগর আলী ঝাউগড়া হাই স্কুলের ৮ম শ্রেণির ছাত্র। সে শেখ সাদি ফকিরপাড়ার সোলাইমান ফকিরের ছেলে বলে জানাগেছে।
প্রতিবেশীরা জানান, গতকাল শুক্রবার বিকেলে ক্ষেত রোপা আমন ধানের ক্ষেতে কাজ নাকরার ক্ষোভে দাদা সেকান্দর আলী ফকির সাগর আলীকে ধাপ্পর দেন।
এ ক্ষোভে সাগর আলী ঘরের সিলিংএর সাথে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করে। অনেক খোঁজাখুজির পর সন্ধ্যায় সাগরের ঝুলন্ত লাশ উদ্ধার করে।
এবিএন/শাহ্ জামাল/জসিম/এমসি