![বোদায় ৩টি গ্রামে বিদ্যুতায়নের শুভ উদ্বাধন](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/02/24/abnews-24.bbbbbbbbbbbbbbbbb_127396.jpg)
বোদা (পঞ্চগড়), ২৪ ফেব্রুয়ারি, এবিনিউজ : পঞ্চগড়ের বোদা পৌর শহরের ৩টি গ্রাম মীরপাড়া, কুড়ালীপাড়া ও জমিদারপাড়ায় ১৮৩টি পরিবারের মাঝে আজ শনিবার বিদ্যুতায়নের শুভ উদ্বোধন করা হয়েছে। পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাড. নুরুল ইসলাম সুজন প্রধান অতিথি হিসেবে জমিদারপাড়াস্থ এক সুধি সমাবেশে ৩টি গ্রামের বিদ্যুতায়নের শুভ উদ্বোধন ঘোষণা করেন।
বোদা পাথরাজ মহাবিদ্যালয়ের সহকারী অধ্যাপক প্রবীর চন্দ এর সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র এ্যাডঃ ওয়াহিদুজ্জামান সুজা, সাধারণ সম্পাদক ফারুক আলম টবি, পঞ্চগড় পল্লী বিদ্যুতের জেনারেল ম্যানেজার মোবাশ্বের করিম। এ সময় বোদা পৌরসভার কাউন্সিলর সহ স্থানীয় এলাকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
এবিএন/লিহাজ উদ্দীন মানিক/জসিম/তোহা