শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • সিরাজগঞ্জে ছাত্রলীগ কমিটি নির্বাচন নিয়ে দু’গ্রুপের সংঘর্ষ: আহত ৭

সিরাজগঞ্জে ছাত্রলীগ কমিটি নির্বাচন নিয়ে দু’গ্রুপের সংঘর্ষ: আহত ৭

সিরাজগঞ্জে ছাত্রলীগ কমিটি নির্বাচন নিয়ে দু’গ্রুপের সংঘর্ষ: আহত ৭

সিরাজগঞ্জ, ২৪ ফেব্রুয়ারি, এবিনিউজ : সিরাজগঞ্জ সদর উপজেলার বহুলী ইউনিয়ন ছাত্রলীগের কমিটি নির্বাচন নিয়ে দু’গ্রুপের মধ্যে সংঘর্ঘে কমপক্ষে ৭জন আহত হয়েছে। আহতদের মধ্যে ৪জনকে সিরাজগঞ্জ সদর হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করা হয়েছে। পুলিশ জানায়, উক্ত ইউনিয়ন ছাত্রলীগ কমিটি গঠনে স্থানীয় আওয়ামীলীগ নেতৃবৃন্দের উপস্থিতিতে গতকাল শুক্রবার বিকেলে বহুলী বাজার এলাকায় সরাসরি ভোট গ্রহণ করা হয়।

এতে রুবেল সভাপতি পদে বিজয়ী হন এবং আব্দুল খালেক সামান্য ভোটের ব্যবধানে পরাজিত হন। নির্বাচন পরবর্তীতে ওই দিন রাত সাড়ে ১০টার দিকে আলমপুর বাজার এলাকায় উভয় গ্রুপের সমর্থকদের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এদিকে এরই জের ধরে শনিবার দিনভর ওই ২ গ্রুপের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। এদিকে আবারো কোন ঘটনা না ঘটে সেজন্য এলাকায় পুলিশ পাঠানো হয়েছে বলে সিরাজগঞ্জ সদর থানার ওসি হেলাল উদ্দিন জানান।

এবিএন/এস,এম তফিজ উদ্দিন/জসিম/তোহা

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত