শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo

বাউফলে এক যুবকের আত্মহত্যা

বাউফলে এক যুবকের আত্মহত্যা

বাউফল (পটুয়াখালী), ২৪ ফেব্রুয়ারি, এবিনিউজ : পটুয়াখালীর বাউফলে মিজানুর রহমান তুহিন (৩৫) নামে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। আজ শনিবার দুপুর ১ টায় বাউফল পৌরসভার ৮ নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

তুহিনের স্ত্রী মোসা: আইরিন আক্তার জানান, সকাল ৯ টার দিকে তিনি ঘরে তালা লাগিয়ে নাজিরপুর গ্রামে আল ফজল মডেল এবতেদায়ী মাদ্রাসায় ক্লাস নিতে যান। এ সময়ে তুহিন ঘরে ছিল না। পরে মাদ্রাসা ছুটি হলে দুপুর ১ টায় তিনি ফিরে এসে ঘরের সিলিং ফ্যানের সঙ্গে শাড়ি দিয়ে গলায় ফাঁস লাগিয়ে ঝুলতে দেখেন তুহিনকে।

এ সময়ে তার চিৎকার শুনে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষনা করেন। তার স্বামী একজন মানষিক রোগী ছিলেন। সে ওই ওয়ার্ডের তোফায়েল হোসেনমৃধারছেলে।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ মনিরুল ইসলাস বলেন, আত্মহত্যার খবর পেয়ে এস. আই জাহিদুল কবির উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। লাশ ময়না তদন্তের প্রক্রিয়া চলছে।

এবিএন/দেলোয়ারহোসেন/জসিম/তোহা

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত