![সিরাজগঞ্জ পৌর আ.লীগের সম্মেলন অনুষ্ঠিত](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/02/24/abnews-24.bbbbbbbbbbbbbbbbb_127417.jpg)
সিরাজগঞ্জ, ২৪ ফেব্রুয়ারি, এবিনিউজ : সিরাজগঞ্জ পৌর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রেসক্লাবের সভাপতি ও পৌরসভার প্যানেল মেয়র-১ হেলাল উদ্দিন সভাপতি এবং বর্তমান সাধারণ সম্পাদক দানিউল হক মোল্লা একই পদে পুনরায় নির্বাচিত হয়েছেন। আজ শনিবার দুপুরে স্থানীয় শহীদ এম মনসুর আলী অডিটোরিয়ামে অনুষ্ঠিত সম্মেলনের দ্বিতীয় অধিবেশন শেষে জেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল লতিফ বিশ্বাস তাদের নির্বাচিত ঘোষণা করেন। সকালে পৌর আওয়ামী লীগের বর্তমান সভাপতি হাজী ইসহাক আলীর সভাপতিত্বে ত্রি-বার্ষিক সম্মেলনের প্রথম অধিবেশন শুরু হয়।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল লতিফ বিশ্বাস। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত মুন্না এমপি। সংরক্ষিত মহিলা আসনের এমপি সেলিনা বেগম স্বপ্না, আওয়ামীলীগ নেতা আবু ইউসুফ সূর্য্য, কে এম হোসেন আলী হাসান, এ্যাডঃ বিমল কুমার দাস, যুবলীগ নেতা এ্যাডঃ আব্দুল হাকিম, ছাত্রলীগ নেতা একরামুল হক, আওয়ামীলীগ নেতা ফিলিপস, স্বেচ্ছাসেবক লীগ নেতা জেহাদ আল ইসলাম, অধ্যাপক হাসনা হেনা, রুমনা রেশমা প্রমূখ।
জেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল লতিফ বিশ্বাসের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত মুন্না এমপির সঞ্চালনায় দ্বিতীয় অধিবেশন শুরু হয়। এসময় কাউন্সিলরদের প্রস্তাবে ও সমর্থনে হেলাল উদ্দিন সভাপতি ও দানিউল হক মোল্লা সাধারণ সম্পাদক নির্বাচিত হন। এদিকে সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি বিশিষ্ট সাংবাদিক ও আওয়ামীলীগ নেতা হেলাল উদ্দিন সিরাজগঞ্জ পৌর আওয়ামীলীগের সভাপতি নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের নেতৃবৃন্দ অভিনন্দন জানিয়েছেন।
এবিএন/এস.এম তফিজ উদ্দিন/জসিম/তোহা