
জামালপুর, ২৪ ফেব্রুয়ারি, এবিনিউজ : জামালপুরের মেলান্দহে বিয়ের দাবীতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা অবস্থান করছে। ঘটনাটি ঘটেছে ঝাউগড়া ইউনিয়নের পইরবাড়ি গ্রামে।
জানা গেছে, সুলতানের ছেলে মোশারফ হোসেন মোসার বিয়ে দিনক্ষণ স্থির হয় একই গ্রামের রবিউলের বিএ পরিক্ষার্থী মেয়ে রত্না খাতুনের সাথে। গতকাল রাতে বিয়ে রেজিস্টেশন হবে, ঠিক এসময় পাশের মানকি গ্রামের আ. কদ্দুসের এইচএসসি পাশ মেয়ে বন্যা খাতুন (২৩) বিয়ের দাবিতে মুসার বাড়িতে অবস্থান করছে।
মুহুর্তেই খবরটি বিয়ের অনুষ্ঠানে পৌঁছার পর বিয়ে ভন্ডুল হয়। এলাকাবাসি বর মোশারফ হোসেনের কাছ থেকে নগদ ৫০ হাজার টাকা জরিমানা আদায় করে। এরপর বরের পক্ষের লোকজন চড়থাপ্পর দিয়ে বরকে বাড়িতে আনেন। ঘটনাটি এলাকায় মুখরোচক আলোচনার ঝড় বইছে।
ওদিকে প্রেমিকার বন্যার দাবী তিন বছর যাবৎ মুসার সাথে প্রেমের সম্পর্ক আছে। এখন বিয়েই সমাধান।
মুসার দাবী অসহায় বন্যাকে লেখাপড়ার খরচ যোগান দিয়েছে। এ ছাড়া অন্য কোন সম্পর্ক নেই।
এবিএন/শাহ্ জামাল/জসিম/তোহা