![উন্নয়ন অগ্রযাত্রায় শেখ হাসিনার কোন বিকল্প নেই: নাসিম](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/02/24/abnews-24.bbbbbbbbbbbbbbbbb_127425.jpg)
সিরাজগঞ্জ, ২৪ ফেব্রুয়ারি, এবিনিউজ : প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারকে উন্নয়নের সরকার মন্তব্য করে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন,উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে শেখ হাসিনার কোন বিকল্প নেই। তাঁর সরকার উন্নয়নের যে জোয়ার সৃষ্টি করেছেন তা ধরে রাখতে না পারলে দেশ আবারো অন্ধকারে নিমজ্জিত হবে। জঙ্গিবাদের দেশে পরিণত হবে। আজ শনিবার দুপুরে কাজীপুরের মেঘাই হার্ডপয়েন্টে পানি উন্নয়ন বিভাগের নদী শাসন কাজের অগ্রগতি পরিদর্শন শেষে সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, বিএনপি এবং তাদের সহযোগীরা দেশকে অন্ধকারে ঠেলে দেবার ষড়যন্ত্র করছে । দলীয় নেতাকর্মীসহ মুক্তিযুদ্ধের পক্ষের সকল শক্তিকে ঐক্যবদ্ধভাবে তাদের ষড়যন্ত্র মোকাবিলা করতে হবে। আগামী ডিসেম্বরের নির্বাচনে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে বিজয়ী করতে হবে। এর পর মন্ত্রী তাঁর নির্বাচনী এলাকা কাজীপুরের উপজেলা সদর সংলগ্ন শহীদ এম মনসুর আলী অডিটোরিয়াম নির্মাণ কাজ, উপজেলা পরিষদের নতুন ভবনের নির্মান কাজ, বেড়িপোটলে আমেনা মনসুর টেক্সটাইল প্রকল্পের নির্মাণ কাজের অগ্রগতি ও শেখ হাসিনা নাসিং কলেজ প্রকল্পের কাজের অগ্রগতি পরিদর্শন করেন।
এ সময় জেলা প্রশাসক কামরুন নাহার সিদ্দীকা, পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহম্মেদ, পানি উন্নয়ন বিভাগের তত্বাবধায়ক প্রকৌশলী সৈয়দ হাসান ইমাম, নির্বাহী প্রকৌশলী আরিফ হোসেন, গণপুর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী আনোয়ারুল আজিম, স্বাস্থ্য প্রকৌশল বিভাগের নির্বাহী প্রকৌশলী জাকির হোসেন, কাজীপুর উপজেলা চেয়ারম্যান মোজাম্মেল হক বকুল, উপজেলা নির্বাহী অফিসার শফিকুল ইসলাম, পৌর মেয়র হাজী নিজাম উদ্দিন, আওয়ামীলীগ নেতা শওকত হোসেন, খলিলুর রহমান উপস্থিত ছিলেন।
এবিএন/এস.এম তফিজ উদ্দিন/জসিম/তোহা