![হাটহাজারী মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের উদ্বোধন](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/02/24/begining_abnews_127431.jpg)
হাটহাজারী (চট্টগ্রাম), ২৪ ফেব্রুয়ারি, এবিনিউজ : চট্টগ্রামের হাটহাজারীতে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের উদ্বোধন করা হয়েছে। আজ শনিবার বেলা সাড়ে ১২টার দিকে বন ও পরিবেশ মন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এমপি মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের উদ্বোধন করেন।
এ উপলক্ষে চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক মো. মাসুকুর রহমান সিকদারের সভাপতিত্বে এবং চট্টগ্রাম টেলিভিশনের আবৃত্তি ও কবিতা পাঠক মো. জাবেদ হোসেনের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন- চট্টগ্রাম জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমা-ার সাহাব উদ্দীন, চট্টগ্রামের এলজিইডি নির্বাহী প্রকৌশলী মোঃ ওয়াহেদুজ্জামান, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ইউনুচ গনি চৌধুরী।
আরও বক্তব্য রাখেন- চট্টগ্রামের অতিরিক্ত পুলিশের বিশেষ শাখার ডিএসবি মো. মহিউদ্দীন মাহমুদ সোহেল, উপজেলা চেয়ারম্যান মাহাবুল আলম চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার আক্তার উননেছা শিউলী, মুক্তিযোদ্ধা সংসদের কমা-ার নুরুল আলম, এলজিইডি প্রকৌশলী কামারুজ্জামান, ইউপি চেয়ারম্যান ইদ্রিস মিয়া তালুকদার, সরওয়ার মোর্শেদ এবং এ্যাড. শামীম প্রমুখ।
বক্তারা বলেন, মুক্তিযোদ্ধের ইতিহাস অক্ষত রাখতে মুক্তিযোদ্ধার সন্তানদের দায়িত্ব নিতে হবে। মুক্তিযোদ্ধের ইতিহাস বইয়ের পাতায় লিপিবদ্ধ করে প্রতিটি শিক্ষার্থীদের হাতে তুলে দিতে হবে। যাতে করে তারা এ সর্ম্পকে জানতে পাড়ে এবং ইতিহাসকে তাদের মনে লালন করতে পারে। এতে করে তাদের মধ্যে দেশাত্ববোধ সৃষ্টি হবে।
এ সময় উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, সকল বীর মুক্তিযোদ্ধা, বীর মুক্তিযোদ্ধার সন্তানবৃন্দ এবং প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
এবিএন/আলাউদ্দীন/জসিম/এমসি