বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo

ফরিদপুরে ইউপি নির্বাচনকে সামনে রেখে গণসংযোগ

ফরিদপুরে ইউপি নির্বাচনকে সামনে রেখে গণসংযোগ

ফরিদপুর, ২৪ ফেব্রুয়ারি, এবিনিউজ : ফরিদপুরের চরমাধবদিয়া ইউনিয়ন পরিষদের নির্বাচনকে সামনে রেখে ব্যাপক গণসংযোগ ও উঠান বৈঠকে ব্যস্ত সময় পার করছেন চরমাধবদিয়া ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা তুহিনুর রহমান মন্ডল খোকন। চরমাধবদিয়া ইউনিয়ন পরিষদের নির্বাচন আগামী ২৯ মার্চ অনুষ্ঠিত হবে।

নির্বাচনকে সামনে রেখে সকাল থেকে মধ্যরাত পর্যন্ত গণসংযোগ ও উঠান বৈঠক অব্যহত রেখেছেন। এদিকে আজ শনিবার দুপুরে আফজাল মন্ডলের হাটে কর্মীসভা করে তুহিনুর রহমান এর কর্মীরা। আরডি একাডেমীর সাবেক প্রধান শিক্ষক ইসাহাক মন্ডল এর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চরমাধবদিয়া ইউনিয়নের চেয়ারম্যান তুহিনুর রহমান মন্ডল।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- আওয়ামী লীগ নেতা আব্দুল জলিল প্রামানিক, এ্যাড. দুলাল, ইউনুস মন্ডল, মো. বেলায়েত হোসেন, রফিক মন্ডল, আয়নাল ব্যাপারী, জয়নাল হোসেন প্রমুখ।

কর্মী সভায় স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এবিএন/কে. এম. রুবেল/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত