![পাঁচবিবিতে দুর্বৃত্তের হামলায় আহত ১](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/02/24/pachbibi-map_127444.jpg)
পাঁচবিবি (জয়পুরহাট), ২৪ ফেব্রুয়ারি, এবিনিউজ : জয়পুরহাটের পাঁচবিবিতে দুর্বৃত্তের হামলায় মুক্তার হোসেন মন্ডল আহত হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, গতকাল শুক্রবার রাত ৮টার দিকে কৃষি ব্যাংক এলাকায় একদল দুর্বৃত্ত মুক্তারকে বাড়িত যাওয়ার সময় দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। পরে লোকজন তাকে উদ্ধার করে মহীপুর হাসপাতালে ভর্তি করে। সেখানে তার অবস্থার অবনতি হলে জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করে।
হামলার প্রতিবাদে আজ শনিবার বিকেলে উপজেলা ও পৌর ছাত্রলীগ এক বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
পরে তিন মাথা চত্বরে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন- উপজেলা ছাত্রলীগের সভাপতি আকরাম হোসনে, সম্পাদক পলাশ কুমার ঘোষ, পৌর ছাত্রলীগ সভাপতি সোহানুর রহমান সুরুজ, সম্পাদক সাইদুর রহমান রাজু প্রমুখ।
এবিএন/সজল কুমার দাস/জসিম/এমসি