![পটিয়ায় ইয়াবাসহ গ্রেফতার ৩, গাড়ি জব্দ](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/02/24/arrest_abnews_127446.jpg)
পটিয়া (চট্টগ্রাম), ২৪ ফেব্রুয়ারি, এবিনিউজ : চট্টগ্রামের পটিয়া উপজেলার শিকলবাহা ক্রসিং হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মিজানুর রহমানসহ কয়েকজন হাইওয়ে পুলিশ আজ শনিবার সকালে ফাঁড়ির সামনে যানজট নিরসন করতে রাস্তায় দাঁড়ান।
এ সময় পুলিশ ফাঁড়ির একশ গজ দূরে কক্সবাজার থেকে ছেড়ে আসা চট্টগ্রামমুখি একটি পিকআপকে (চট্টমেট্রো-ন- ১১-৬১৪৯) হাইওয়ে পুলিশ সিগনেল দেন। পিকআপ চালক মো: ইউছুপ একটু দূরে গিয়ে এক পুলিশ কনষ্টেবল সদস্যকে টাকার বিনিময়ে ম্যানেজ করার চেষ্টা করলে ফাঁড়ির ইনচার্জ মিজানুর রহমানের সন্দেহ হয়।
এক পর্যায়ে গাড়িটি ফাঁড়িতে নিয়ে ব্যাপক তল্লাশি চালালে গাড়ির লোহার পাতের নিচ থেকে ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার পূর্বক গাড়িটি জব্দ করা হয়। এ সময় গাড়ি চালক মো: ইউছুপ (২৫), সহকারী চালক মো: আলমগীর (২৭) ও মো: রবিউল আওয়ালকে (২০) গ্রেফতার করা হয়। এদের তিন জনের বাড়ি কক্সবাজার জেলার টেকনাফ উপজেলায়।
হাইওয়ে পুলিশ ও বিভিন্ন সূত্রে জানা গেছে, চট্টগ্রাম-কক্সবাজার আরকান মহাসড়ক ইয়াবা পাচারকারীদের প্রধান সড়ক। প্রতিদিন মিয়ানমার থেকে টেকনাফ হয়ে বিভিন্ন পরিবহনে করে নানা কৌশলে ইয়াবা পাচার হচ্ছে। পটিয়া-ক্রসিং হাইওয়ে পুলিশ ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করায় ইয়াবা ব্যবসায়ীদের টনক নড়ে উঠে।
ফাঁড়ির ইনচার্জ মিজানুর রহমান জানান, কক্সবাজার জেলার টেকনাফ থেকে ছেড়ে আসা পিকআপটি সন্দেহ হওয়ায় তল্লাশি চালান।
এ ব্যাপারে গাড়ির মালিক মো: ইউনুচ কোম্পানী, জুলফিকার আলী ভুট্টু ড্রাইভার ওরফে ভুট্টু খুইল্যাসহ গ্রেফতারকৃত ৩ জনকে আসামী করে পটিয়া থানায় একটি মাদকদ্রব্য আইনে মামলা রুজু হয়েছে।
এবিএন/সেলিম চৌধুরী/জসিম/এমসি