বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo

কক্সবাজার সৈকত থেকে মলম পার্টির সদস্য আটক

কক্সবাজার সৈকত থেকে মলম পার্টির সদস্য আটক

কক্সবাজার, ২৪ ফেব্রুয়ারি, এবিনিউজ : কক্সবাজার সমূদ্র সৈকত থেকে মোহাম্মদ নয়ন (২৪) নামে মলম পার্টিও এক সদস্যকে আটক করেছে ট্যুরিস্ট পুলিশ। আজ শনিবার দুপুরে সৈকতের সুগন্ধা পয়েন্ট থেকে তাকে আটক করা হয়। আটকৃত নয়ন রাজবাড়ী জেলার গোয়ালন্দ এলাকার চরমাইকছড়া এলাকার বাসিন্দা শেখ আতিয়ারের ছেলে ও মলম পার্টিও একজন সক্রিয় সদস্য বলে জানা গেছে।

ট্যুরিস্ট পুলিশ জানান, মানুষের কান পরিস্কার করার আড়ালে কানের মধ্যে ঔষধ দিয়ে মানুষকে অজ্ঞান করে মানুষের সর্বস্ব হাতিয়ে নেয়। আজ শনিবার পর্যটক মোঃ মুরাদ (২৭) নামে এক পর্যটকের কান পরিস্কার করার আড়ালে কানের মধ্যে ঔষধ দিয়ে অজ্ঞান করে তার মোবাইল, মানিব্যাগ হাতিয়ে নেয়ার সময় সুগন্ধা পয়েন্ট থেকে তাকে আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করে ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার জোনের অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী জানান, এক পর্যটক থেকে মোবাইল ও মানিব্যাগ হাতিয়ে নেয়ার সময় তাকে আটক করা হয়েছে। পরবর্তী আইনি ব্যবস্থা শেষে তাকে কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

এবিএন/মুহিববুল্লাহ মুহিব/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত